Royal Enfield

anita

Royal Enfield: রয়্যাল এনফিল্ডের এই বাইক দেখলেই ঝড় উঠবে মনে! একদম জলের দামে কিনুন EMI-তে

নিউজ শর্ট ডেস্ক: ভারতীয় বাইক প্রেমীদের থেকে ব্যাপক সাড়া পেয়েছে রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০ (Royal Enfield Hunter 350)। গত মাসেই, অর্থাৎ ২০২৪ সালের জানুয়ারিতেই এর ১৩,৫৩৬ ইউনিট বিক্রিও হয়ে গিয়েছে। হান্টার ৩৫০-এর এই বাইকে দুর্দান্ত ইঞ্জিন, নিয়ো রেট্রো লুক এবং ডিজাইনের পাশাপাশি ভালো ফিচার্স (Good Features) রয়েছে। এছাড়াও, এই বাইকের দাম কম হওয়ায় এর বিক্রিও খুব ভালো হয়। তাই কেউ যদি এই বাইকটি কেনার কথা ভাবছেন এবং একবারে পুরো টাকা দিয়ে কেনার পরিবর্তে ভালো বিকল্প হিসাবে ফাইন্যান্স (Finance) করা যেতে পারে। আসুন, জানা যাক বিস্তারিত।

   

বলে রাখি ভারতে Royal Enfield Hunter 350-এর এই বাইকটি মোট ৩টি ভেরিয়েন্ট বিক্রি হয়। যার এক্স-শোরুম দাম ১,৪৯,৯০০ টাকা থেকে শুরু করে ১,৭৪,৬৫৫ টাকা পর্যন্ত হয়ে থাকে। এই মোটর বাইকটিতে একটি ৩৪৯.৩৪ সিসি ইঞ্জিন রয়েছে, যা  ২০.৪ পিএস  শক্তি এবং ২৭ নিউটন মিটার পর্যন্ত টর্ক জেনারেট করে। এটিতে একটি ৫ স্পিড গিয়ারবক্স রয়েছে এবং বাইকটিতে ৩৬.২ kmpl পর্যন্ত মাইলেজ পাওয়া যাবে। এছাড়াও  ১৮১ কেজি ওজনের এই মোটর বাইকটিতে ডিস্ক ব্রেক, ডুয়াল চ্যানেল ABS, টিউবলেস টায়ার, সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং ইউএসবি পোর্ট সহ অন্যান্য একাধিক বৈশিষ্ট্য রয়েছে।

রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০ রেট্রো ফাইন্যান্স বিকল্প

Royal Enfield Hunter 350 রেট্রো ভেরিয়েন্টের অন-রোড প্রাইজ ১ লক্ষ ৬৬ হাজার ১৬৪ টাকা। কেউ যদি হান্টারের বেস মডেলটি ২৫  হাজার টাকা ডাউন পেমেন্ট করে ফাইন্যান্স করতে চান, তাহলে তার জন্য মোট ১,৪১,১৬৪ টাকা লোন নিতে হবে। কেউ যদি ৩ বছরের জন্য লোন নেন এবং সুদের হার ৯% হারে হয় তাহলে পরবর্তী ৩৬ মাসের জন্য EMI হিসাবে, ৪,৪৮৯ টাকা করে দিতে হবে। কেউ জাতি উপরোক্ত এই শর্তাবলী মেনে  হান্টার ৩৫০ রেট্রোকে ফাইন্যান্স করতে চান, তাহলে সুদ হিসাবে ২০ হাজার টাকা বেশি দিতে হবে।

রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০ (Royal Enfield Hunter 350,ভালো ফিচার্স,Good Features,Finance Options,ফাইন্যান্স বিকল্প,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০ মেট্রো ফাইন্যান্স বিকল্প

Royal Enfield Hunter 350 Metro ভেরিয়েন্টের এক্স-শোরুম মূল্য ১,৭ লক্ষ টাকা এবং অন-রোড প্রাইজ ১,৮৮,০৬৩ টাকা। কেউ  যদি হান্টার ৩৫০ মেট্রো মডেলটিকে ২৫ হাজার টাকার ডাউন পেমেন্ট দিয়ে ফাইন্যান্স করতে চান , তাহলে আপনি ১,৬৩,০৬৩ টাকালং নিতে পারবেন। কেউ  যদি ৯ শতাংশ সুদের হারে ৩ বছরের জন্য লোন নেন, তাহলে তাকে  পরবর্তী ৩৬ মাসের জন্য EMI হিসাবে ৫,১৮৫ টাকা দিতে হবে। হান্টার ৩৫০ মেট্রো ভেরিয়েন্টের জন্য  প্রায় ২৪ হাজার টাকা বেশি সুদ দিতে হবে।

আরও পড়ুন: Jio-র এই ৫৯৯ টাকার প্ল্যানের সামনে ‘জিরো’ Airtel-VI, অফার শুনলে রিচার্জ করবেন আজই

রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০ (Royal Enfield Hunter 350,ভালো ফিচার্স,Good Features,Finance Options,ফাইন্যান্স বিকল্প,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০ মেট্রো রেবেল ফাইন্যান্স বিকল্প

Royal Enfield Hunter 350-এর সবচেয়ে সেরা ভেরিয়েন্ট Metro Rebel-এর এক্স-শোরুম প্রাইজ  ১ লক্ষ ৭৪ হাজার ৬৫৫ টাকা। এছাড়া এই বাইকের অন রড প্রাইজ ১ লক্ষ ৯৩ হাজার ৬০৪ টাকা। কেউ যদি হান্টার ৩৫০ মেট্রো রেবেল ভেরিয়েন্টটি  ২৫ হাজার টাকার ডাউন পেমেন্ট দিয়ে ফাইন্যান্স করেন, তাহলে তিনি ১৬৮৬০৪ টাকা লোন নিতেপারবেন। কেউ যদি ৩ বছরের জন্য লোন  নেন এবং সুদের হার ৯ শতাংশ হয় তাহলে তাকে  পরবর্তী  ৩ বছরের জন্য মাসিক EMI হিসাবে ৫,৩৬২ টাকা দিতে করে দিতে হবে। শর্ট মেনে হান্টার ৩৫০ মেট্রো রেবেল ফাইন্যান্স করলে, সুদ হিসাবে অতিরিক্ত প্রায় ২৫ হাজার টাকা দিতে হবে।

এখানে বলে রাখি হান্টার ৩৫০ ফাইন্যান্স করার আগে, অবশ্যই নিকটতম রয়্যাল এনফিল্ড শোরুমে যেতে হবে এবং সেখান থেকেই ঋণের সমস্ত বিবরণ যাচাই করতে হবে।