Railway Station

Railway Station: এবার স্টেশন থেকে কিনতে পারবেন রেশনের চাল, আটা! জানেন কিভাবে মিলবে সুবিধা?

নিউজশর্ট ডেস্কঃ সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বড়সড় পদক্ষেপ গ্রহণ করা হলো। আর কয়েকদিন পরেই রয়েছে ঈদ। তার আগে সরকারের(Central Government) তরফ থেকে সস্তায় কিছু খাদ্য সামগ্রী বিতরণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এই উদ্যোগের ফলে সাধারণ মানুষ ব্যাপকভাবে উপকৃত হবে। সবথেকে বড় কথা হলো সরকারি খাদ্য সামগ্রীগুলো রেল স্টেশনেই পেয়ে যাবেন সাধারণ মানুষ। ভারত সরকারের পক্ষ থেকে একদম ন্যূনতম দাম বেঁধে দেওয়া হয়েছে খাদ্যশস্য, মোটা দানা শস্য, মিলেট এবং ডালের ক্ষেত্রে।

দেশের প্রত্যেকটি কৃষকের কাছে এই সুবিধা পৌঁছে দেওয়ার জন্য সারা ভারতবর্ষ জুড়েই ক্রয় কর্মসূচি চালু হয়েছে। ভারত ব্যান্ডের চাল ও ভারত ব্যান্ডের আটা বাজার নির্ধারিত মূল্য থেকে কম দামে বিক্রি করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। এবার জানা যাচ্ছে প্রত্যেকটি রেল স্টেশনেই মোবাইল ভ্যানের মাধ্যমে ২৭.৫০ টাকা একি দরে গমের আটা বিক্রি করা হবে।

আরও পড়ুন: RBI: বাজারে চলছে না ১ থেকে ১০ টাকার কয়েন? বড়সড় অ্যালার্ট জারি RBI-র

এই ভারত ব্যান্ডের আটা সমবায় সমিতি NAFED,NCCF এবং কেন্দ্রীয় ভান্ডারের মাধ্যমে বিক্রি করা হবে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে ৮০০ মোবাইল ভ্যান এবং ২০০০ টি বেশি দোকানের সাহায্যে ভারত ব্র্যান্ডের এই আটা বিক্রি করা হবে। বর্তমানে বাজারে ৩০ থেকে ৩২ টাকা কেজি দরে আটা বিক্রি হয়। আর ব্র্যান্ডেড আটার ক্ষেত্রে দাম ৪০ থেকে ৪২ টাকাও প্রত্যেক কেজি হয়ে যায়। তবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই চাল এবং আটা অনেক কম দামে বিক্রি করা হবে।

Papiya Paul

X