বিনোদন,টলিউড,টলিউড  বিতর্ক,প্রসেনজিৎ চ্যাটার্জি,চিরঞ্জিত চক্রবর্তী,Entertainment,Tollywood,Tollywood Controversy,Prasenjit Chatterjee,Chiranjit Chakraborty

Papiya Paul

৩০ বছর ধরে প্রসেনজিৎ একা টলিউড টেনেছে? তখন আমরা কি পার্শ্বচরিত্রে ছিলাম? বিস্ফোরক মন্তব্য চিরঞ্জিতের

টলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। দীর্ঘদিন ইন্ডাস্ট্রিতে থেকে তিনি বহু সুপারহিট সিনেমা বাঙালি দর্শকদের উপহার দিয়েছেন। তবে এই অভিনেতা বরাবরই স্পষ্টবক্তা হিসেবে পরিচিত। আর এই বক্তব্যর জন্যই বহুবার বিতর্কে জড়িয়েছেন তিনি। কিন্তু যেটা উচিত সেই কথা তিনি সবসময় বলে গিয়েছেন।

   

এমনকি টলিউড ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ সম্পর্কেও বিস্ফোরক মন্তব্য করেছিলেন তিনি। আজকের এই প্রতিবেদনে প্রসেনজিৎ এর সম্পর্কে তিনি ঠিক কি বলেছিলেন সে কথা আপনাদেরকে জানাবো। জি বাংলার এক জনপ্রিয় শো ছিল ‘অপুর সংসার’। সেখানে অতিথি হয়ে এসেছিলেন চিরঞ্জিত।

তখন সেখানে সঞ্চালক শাশ্বত চট্টোপাধ্যায় তাকে বলেছিলেন, লোকে বলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একাই ৩০ বছর ধরে ইন্ডাস্ট্রিকে টেনে নিয়ে গিয়েছেন। এই প্রসঙ্গে সঙ্গে সঙ্গে চিরঞ্জিত বলেন যে এই হিসেব তিনি বুঝতে পারেন না। ৩০ বছর মানে কি তখন তাহলে মিঠুন ছিলেন না? ভিক্টর ছিলেন না? তিনি নিজে, তাপস এবং অভিষেক চট্টোপাধ্যায় ছিলেন না?

এরপরে চিরঞ্জিত প্রশ্ন করেন, ‘তবে কি আমরা পার্শ্বচরিত্রে ছিলাম?’ যদি এটা না হয় তাহলে এত বছর কিভাবে টানবে। এর পরেই তিনি অটোগ্রাফ ছবির আইকনিক সেই সংলাপ ‘ আমি ইন্ডাস্ট্রির’ এই প্রসঙ্গ টেনে  বলেন যে একটা ছবিতে এই কথাটি বলেছিলেন প্রসেনজিৎ। এছাড়া একটি সাক্ষাৎকারে ও ‘ক্ষ্যাপা’ প্রসেনজিৎ হাসতে হাসতে এই একই উক্তি দিয়েছিলেন।

তবে এই কথা বলতে বলতে চিরঞ্জিতের মুখে হাসি লেগে ছিল। তিনি বলেছিলেন যে এগুলো প্রচারের জন্য করা হয়। তবে প্রসেনজিতের সম্পর্কে এতগুলো মন্তব্য করার সাথে সাথেই  তার প্রশংসা করতে ভোলেননি তিনি। টলিউডকে সব থেকে ভালো ভাবে চেনেন প্রসেনজিৎ। শুধু অভিনয়ই নয়, টলিউডের খুঁটিনাটি বিষয়ে নজর থাকে তার। এদিন হাসতে হাসতে চিরঞ্জিত আবার এটাও বলেন প্রসেনজিতের বিরুদ্ধে একটা কথা কেউ বলতে পারেনা ইন্ডাস্ট্রিতে।