নিউজশর্ট ডেস্কঃ অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের (Anant Ambani Radhika Merchant Wedding) সাতপাকে বাঁধা পড়া এখন কেবল সময়ের অপেক্ষা। আম্বানি পরিবারে জুড়ে এখন ব্যস্ততা তুঙ্গে। ইতিমধ্যেই তাঁদের বিয়েতে যোগ দিতে নেতা মন্ত্রী থেকে শুরু করে বলিউডের তাবড় তাবড় অভিনেতা অভিনেত্রী সহ ক্রিকেট দুনিয়ার রথি মহারথীরা সবাই যোগ দিচ্ছেন। এবার সেই বিয়েতে যোগ দিতে মুম্বইয়ে পৌঁছালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।
অনন্ত আম্বানি রাধিকা মার্চেন্ট ১২ জুলাই বিয়ে করবেন। শুক্রবার মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে (Jio World Convention Centre) বসছে তাঁদের বিয়ের আসর। তিন দিন ধরে চলবে বিয়ে। শুভ বিবাহ দিয়ে অনুষ্ঠান শুরু হবে। এরপর ১৩ জুলাই হবে শুভ আশীর্বাদ অনুষ্ঠান। এবং মঙ্গল উৎসব বা রিসেপশন অনুষ্ঠিত হবে ১৪ জুলাই।
বিয়ের শুভ সময়
১২ জুলাই মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি রাধিকা মার্চেন্টের সাথে সাত পাকে বাঁধা পড়বেন। সূত্রের খবর, ঠিক বিকেলের দিকে শুরু হবে বিয়ের অনুষ্ঠান। জ্যোতিষ শাস্ত্র মতে, বিবাহ অনুষ্ঠানের জন্য শুভ সময় হল ১২ জুলাই বিকেল ৫ টা বেজে ১৫ মিনিট থেকে ১৩ জুলাই সকাল ৫ টা ৩২ মিনিট পর্যন্ত।
জ্যোতিষ গণণা অনুসারে, ১২ জুলাই সপ্তমী তিথি ও হস্ত নক্ষত্রের বিশেষ প্রভাব থাকবে। এই সময়ে বিবাহ করা খুব শুভ বলে মনে করা হয়। বলা হয়, সপ্তমী তিথিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ও যেকোনও শুভ কাজ করা খুব ভালো বলে মনে করা হয়। কথিত আছে এই সময়ে বিয়ে করলে দাম্পত্য জীবনে সুখ লেগে থাকে।
আরও পড়ুনঃ জলের মত খরচ হচ্ছে টাকা! বিয়ে করে আদৌ সুখী হবে অনন্ত-রাধিকা? ফাঁস জগন্নাথ গুরুজির ভবিষ্যৎবাণী
বিয়েতে থাকবেন মমতা
ঠিক সেই শুভ সময়েই উপস্থিত থাকবেন বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুম্বইয়ের বিমান ধরার আগে জানান তিনি হয়তো যেতেন না এই বিয়েতে, তবে আম্বানিদের তরফে অর্থাৎ মুকেশ এবং নীতা আম্বানি তাঁকে এতবার করে সেই বিয়েতে অংশ নেওয়ার কথা বলেছে যে তিনি সেই কথা রাখতেই যাচ্ছেন। তবে তিনি একা নন, দেশের আরও বেশ কিছু রাজনীতিবিদদের ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা।
সূত্রের খবর, আন্তর্জাতিক গায়ক যেমন অ্যাডেলে, ড্রেক, লানা ডেল রে পারফর্ম করবেন অনন্ত রাধিকার বিয়েতে। এছাড়া বেশ কিছু ভারতীয় সঙ্গীত শিল্পীরাও থাকবেন। জানা গিয়েছে শ্রেয়া ঘোষাল প্রিওয়েডিংয়ের পর অনন্ত রাধিকার বিয়েতেও পারফর্ম করবেন। এছাড়া থাকবেন সোনু নিগম, শঙ্কর মহা দেবন, হরিহরণ, কৌশিকী চক্রবর্তী, প্রমুখ।