পার্থ মান্নাঃ দরিদ্র মানুষদের আর্থিক ও সামাজিক উন্নতির জন্য সর্বদাই চেষ্টা করে চলেছে রাজ্য তথা কেন্দ্রের সরকার। যেমন পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের মহিলাদের জন্য লক্ষীর ভান্ডার প্রকল্প চালু করেছে। যার ফলে প্রতিমাসে কয়েক কোটি মহিলাদের ব্যাঙ্কে ১০০০ টাকা থেকে ১২০০ টাকা ঢুকে যায়। তবে এবার লক্ষীর ভান্ডারকে টেক্কা দিতে চলেছে নতুন প্রকল্প। যেখানে আরও বেশি টাকা দেওয়া হতে পারে মহিলাদের।
ভোটের আগে বড় পরিকল্পনা!
আর কিছুদিন পরেই নির্বাচন শুরু হবে হরিয়ানা বিধানসভায়। কৃষি আন্দোলনের আঁচ এখনও রয়েছে ইহরিণা রাজ্যে। গতবার এই রাজ্যে বিজেপিকে বড়সড় ধাক্কা খেতে হয়। ১০টি সিটের মধ্যে ৫টি চ্যলে গিয়েছে কংগ্রেসের দখলে। তাই এবার ভোটের আগে কৃষকদের জন্য একাধিক প্রকল্পের পাশাপাশি মহিলাদের জন্য লক্ষীর ভান্ডারের ন্যায় প্রতিমাসে ২০০০ টাকা দেওয়ার ঘোষণা করা হল। রাজ্যের বর্তমান সরকার কংগ্রেসের তরফ থেকেই এই ঘোষণা করা হয়েছে।
মহিলাদের প্রতিমাসে ২০০০ টাকা দেওয়ার ঘোষণা
এই প্রসঙ্গে কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে জানান, হারিয়ানাতে মোট ৭টি গ্যারেন্টির কথা বলা হয়েছে ভোটার ইস্তেহারে। যার মধ্যে ৫০০ তাকে রান্নার গ্যাস থেকে শুরু করে কৃষকদের জন্য যেমন একাধিক ঘোষণা রয়েছে তেমনি বেকার ছেলেমেয়েদের জন্য ও চাকরি থেকে শুরু করে ১৮ থেকে ৬০ বছর বয়সের মহিলাদের প্রতিমাসে ২০০০ টাকা দেওয়ার কথা বলা হয়েছে।
আরও পড়ুনঃ মহালয়ার আগে একধাক্কায় ২৫০০ টাকা সস্তা সোনা! আপনার এলাকায় কত সোনা-রুপার রেট?
এখানেই শেষ নয়, বৃদ্ধ থেকেই শুরু করে বিধবা কিংবা প্রতিবন্দিদের জন্য সরকারের তরফ থেকেই পেনশন দেওয়া হবে বলেও জানানো হয়। প্রতিমাসে ৬০০০ টাকার পেনশন দেওয়ার গ্যারেন্টি ঘোষণা করা হয়েছে। এছাড়াও ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হবে বলেও জানানো হয়েছে ইস্তেহারে। এখন অপেক্ষা ভোট সম্পন্ন হলে শেষ হাসি কে হাসে সেটা দেখার।