Arijit

“বিরাটের আগ্রাসন আমাদের ভয় ধরিয়ে দেয়” স্বীকার করলেন ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান

আগ্রাসনের অপর নাম বিরাট কোহলি! বিরাট কোহলি মানেই বাড়তি আগ্রাসন। মাঠের ভেতর বিরাট কোহলির আগ্রাসন ভয় ধরিয়ে দেয় বিপক্ষ দলকে। আগ্রাসী বিরাট কোহলিকে দেখে অনেকেই প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলীকে মনে করেন। তবে সৌরভ গাঙ্গুলীর থেকে আরও অনেক বেশি ভয়ঙ্কর মেজাজে মাঠে অধিনায়কত্ব করেন বিরাট কোহলি। আর অধিনায়ককে এমন আগ্রাসী মেজাজে দেখে দলের বাকি ক্রিকেটাররাও উদ্বুদ্ধ হন। আর বিরাটের এই আগ্রাসী মেজাজে যে বিপক্ষ দলের ক্রিকেটাররাও ভয় পেয়ে যান পরোক্ষভাবে সেটাই স্বীকার করে নিলেন ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান দাউদ মালান। তাঁর মতে কোহলির এই আগ্রাসন ছড়িয়ে পড়ে দলের বাকি ক্রিকেটারদের মধ্যেও। যার ফলে পুরো ভারতীয় দল ভয়ঙ্কর রূপ নেয়।

   

প্রথম দুটি টেস্টে ইংল্যান্ডের ব্যাটিং ভরাডুবি হয়েছে। একাধিক ভুল ধরা পড়েছে ইংল্যান্ডের ব্যাটিংয়ে। অধিনায়ক জো রুট ছাড়া দলের আর কোন ব্যাটসম্যান দাঁড়াতেই পারেনি ভারতীয় বোলারদের সামনে। রুটকে সঙ্গ দেওয়ার মতো কোন ব্যাটসম্যান খুঁজে পাওয়া যায়নি। আর তার ফলে তৃতীয় টেস্টে দলে কামব্যাক করেছেন টি-টোয়েন্টি ক্রিকেটের নাম্বার ওয়ান ব্যাটসম্যান দাউদ মালান। তিনি বলেন, ” বিরাট কোহলি ভারতীয় দলকে দারুন নেতৃত্ব দেয়। বিরাট যেভাবে দলকে নেতৃত্ব দেন তাতে পুরো দলকে খুব সুন্দর ভাবে নিজের দিকে টেনে নেয় ও। ভারতের ব্যাটিং এবং বোলিংয়ে দারুন গভীরতা রয়েছে। ভারত এই মুহূর্তে সবথেকে শক্তিশালী প্রতিপক্ষ।”

দাউদ মালান সাধারণত সাদা দলের ক্রিকেটার। খুব বেশি টেস্ট ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই। মাত্র 15 টি আন্তর্জাতিক টেস্ট ম্যাচ খেলেছেন তিনি। আর সেই অভিজ্ঞতা থেকে তিনি বলেছেন, ” আমি নিজের মত খেলার চেষ্টা করবো। ভালো বল ছাড়ার চেষ্টা করবো। খারাপ বল পেলেই রান তুলে নেব।”