বলিউড,বিনোদন,দেবাংশু ভট্টাচার্য,তৃণমূল যুবনেতা,Bollywood,Entertainment,Debangshu Bhattacharya,TMC youth leader

Moumita

আসতে চলেছে বড়ো চমক! রাজনীতি থেকে অভিনয়, বলিউডে পাড়ি দেবাংশুর ‘খেলা হবে’ স্লোগান

বিনোদনের সাথে রাজনীতির মেলবন্ধন আজকে নতুন নয়। এর আগেও দেখা গিয়েছে এই দুই আঙিনার অদল বদল। যেখানে বিভিন্ন চলচ্চিত্রের জনপ্রিয় ডায়লগের ব্যবহার দেখা যায় রাজনীতিতে সেখানে চলচ্চিত্র জগতের ইতিহাসে বোধহয় এই প্রথম যেখানে রাজনীতির  শ্লোগানকে কাজে লাগানো হচ্ছে বলিউড ছবিতে।

   

বাংলার বহুল আলোচিত শ্লোগান ‘খেলা হবে’ শ্লোগান শোনেনি এমন বাঙালি খুঁজে পাওয়া দুষ্কর। এবার সেই শ্লোগান রাজনীতির আঙিনা থেকে সোজা ঢুকে পড়লো বলিউডের মাঠে। সম্প্রতি মিডিয়া সূত্রে জানা গেছে, সুনীল সিনহার পরিচালনায় তৈরি হতে চলেছে তৃণমূল যুবনেতা দেবাংশুর লেখা ‘খেলা হবে’ শ্লোগানের নামে তৈরি সিনেমা। জানা যাচ্ছে, এই ছবিতে অভিনয় করেছেন মুগ্ধা গডসে, ওম পুরী, মনোজ যোশী, রুশাদ রানা, রতি অগ্নিহোত্রীর মতো বিশিষ্ট তারাকারা।

প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিলো দেবাংশুর এই শ্লোগান। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাজনীতির ময়দান সব জায়গাতেই লোকের মুখে মুখে ঘুরছিলো এই শ্লোগান। আশ্চর্যজনক ভাবে বাংলার গণ্ডি পেরিয়ে উত্তরপ্রদেশ, ত্রিপুরাতেও পৌঁছে গেছিলো এই শ্লোগান। এই শ্লোগানের জনপ্রিয়তা এতোটাই বৃদ্ধি পেয়েছিল যে এখন তা পৌঁছে গিয়েছে সোজা বলিউডে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই আসন্ন ছবির পোস্টার শেয়ার করেছেন দেবাংশু। পোস্টে দেখা যাচ্ছে, ইংরেজি হরফে লেখা রয়েছে ‘Khela Hobe’। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে এই পোস্টারটি শেয়ার করে দেবাংশু লিখেছেন, ‘সিনেমাটাই হওয়া বাকি ছিল’। মোটের উপর বলাই যায় যে, নিজের তৈরি এই গানের সৌজন্যে দেবাংশু পৌঁছে গেলেন সোজা বলিউডে।