Debashree Ganguly

‘অরগ্যাজমের জন্য কোন পুরুষের দরকার নেই, চাহিদা মেটানোর অনেক উপায় আছে’: দেবশ্রী গাঙ্গুলী

খুব শীঘ্রই বক্স অফিসে মুক্তি পেতে চলেছে ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty) এবং আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) অভিনীত ছবি ‘ফাটাফাটি’ (Fatafati) । এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেত্রী দেবশ্রী গঙ্গোপাধ্যায়কে (Debashree Ganguly) । দীর্ঘ বছর পর ফের অভিনয় জগতে ফিরলেন তিনি। ‘আবার কাঞ্চনজঙ্ঘা’ ছবির হাত ধরে তিনি পা রেখেছিলেন টলিউডে(Tollywood)। তাঁর রয়েছে আরও একটি পরিচয়। জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhashree Ganguly) দিদি তিনি।

অভিনয় জগতে নিজের জায়গা বানানোর চেষ্টা করেছিলেন দেবশ্রী। কিন্তু সেভাবে আসেনি সাফল্য। যদিও সোশ্যাল মিডিয়ায় বরাবর সক্রিয় তিনি। মাঝেমধ্যেই বোনের সঙ্গে তুলে ধরেন নানান ছবি। দীর্ঘ বছর পর তিনি ফিরছেন অভিনয় জগতে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অতীত জীবন নিয়ে বেশ কিছু কথা বললেন দেবশ্রী।

একটা সময় কর্পোরেট ফিল্ডে থাকাকালীন বডি শেমিং এর শিকার হতে হয়েছে তাঁকে। সহকর্মীরা ‘সাদা হাতি’ বলে কটাক্ষ করতে ছাড়েননি। এমনকি প্রাক্তন স্বামী সর্বদা ‘মোটা’ বলেই ডাকতেন তাকে। তুলনা করতেন অন্য নারীদের সঙ্গে। ফলে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিলেন অভিনেত্রী দেবশ্রী।

অল্প বয়সেই সাত পাকে বাঁধা পড়েছিলেন শুভশ্রীর দিদি দেবশ্রী। ঘর আলো করে আসে পুত্র সন্তান। কিন্তু বৈবাহিক জীবন সুখের হয়নি তাঁর। একটা সময় ছেলে কোলে নিয়ে স্বামীর ঘর ছেড়ে বেরিয়ে আসেন তিনি। অভিনেত্রীর কথায়, সে সময় তাঁর বাবা-মা এবং বোন যথেষ্ট সাপোর্ট করেছিল তাঁকে।

বিনোদন,টলিউড,ঋতাভরী চক্রবর্তী,আবির চট্টোপাধ্যায়,দেবশ্রী গঙ্গোপাধ্যায়,শুভশ্রী গঙ্গোপাধ্যায়,ফাটাফাটি,Entertainment,Tollywood,Ritabhari Chakraborty,Abir Chatterjee,Debashree Ganguly,Subhashree Ganguly,Fatafati

এরপর ২০২১ সালের এপ্রিল মাসে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন দেবশ্রী। বোন শুভশ্রী নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়েছিলেন দিদির। কিন্তু সেই বিয়েও হয়নি সুখের। স্বামীর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ তুলেছিলেন দেবশ্রী। এমনকি পরে জানতে পারেন তাঁর বিরুদ্ধে নাকি ক্রিমিনাল রেকর্ডও রয়েছে। এরপরই দ্বারস্থ হন আইনের।

দেবশ্রীর কথায়, ‘এমন অনেক পুরুষ আছেন যারা মনে করেন মেয়েরা একা থাকলে হয়তো তাদের শারীরিক চাহিদা থাকে অথবা প্রয়োজন পরে আর্থিক সাহায্যের। আর সে কারণেই তাদের জীবনে ঢুকে পড়ার চেষ্টা করেন পুরুষরা। তবে তারা হয়তো এটা জানে না যে মেয়েরা ভীষণ স্মার্ট। অরগ্যাজমের জন্য কোন পুরুষের দরকার নেই যদি সত্যিই চাহিদা মেটানোর থাকে তাহলে আরও অনেক রকম উপায় রয়েছে’।

Avatar

Additiya

X