Ranojoy Bishnu

Moumita

ছিল ২৪ বছরের ট্রেনিং, অভিনয়ে আসার আগে এই পেশায় কাজ করতেন রণজয়!

একটানা শুটিংয়ের মাঝে নিজের জন্য সময় বের করা খুবই কঠিন বিষয়। যার কারণে অনেক তারকাই তাদের স্বপ্নকে বিসর্জন দিয়েছেন। সময়ের অভাবে ত্যাগ করেছেন তাদের ভালবাসা, অভ্যাসকে। আবার এর ব্যতিক্রম উদাহরণও রয়েছে বৈকী। উদাহরণস্বরূপ অভিনেতা রণজয় বিষ্ণুর কথা বলা যায়। অবসর পেলেই নিজের শখ পূরণ করতে উদ্যোগী হন তিনি।

   

প্রসঙ্গত উল্লেখ্য, এইমুহুর্তে রণজয়কে দেখা যাচ্ছে স্টার জলসার ‘গুড্ডি’ সিরিয়ালে। মাসে একটাই ছুটি। মাসে একটা মাত্র ছুটি। বাকি সময়টা লাইট ক্যামেরার সামনেই কেটে যায়। তবে এসবের মধ্যে নিজের ভালোবাসা তথা পুরোনো অভ্যাস ভুলতে মোটেও রাজি নন তিনি। আর সেই কারণেই সময় সুযোগ পেলেই রং, তুলি এবং ক্যানভাস নিয়ে বসে পড়েন তিনি।

সম্প্রতি সেরকমই একটি ভিডিয়ো নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন অভিনেতা। এইদিন নায়ককে একমনে আঁকতে দেখে অবাক ভক্তরাও। কমেন্ট বক্সে একজন লিখেছেন, “এ তো গোপন প্রতিভা।” জনৈক ব্যক্তির মন্তব্য, “নিজের প্রতিভাকে কেন লুকিয়ে রেখেছিলেন?” অপর এক ভক্তের মন্তব্য, ‘এই না হলে নায়ক!’

অভানেতার এই গোপন গুণ প্রকাশ পেতেই নায়কের সাথে যোগাযোগ করা হয়। রণজয় জানান, “ইচ্ছা থাকলেই সময় বের করা যায়। অভিনেতা হওয়ার আগে আঁকা শিখিয়েই আমি রোজগার করতাম। এটাই পেশা ছিল আমার। মধ্যবিত্ত পরিবারে আঁকা শিখিয়ে তো আর বেশি রোজগার করা সম্ভব নয়। তার পরেই অভিনয় শুরু করি।”

প্রসঙ্গত উল্লেখ্য, ভক্তরা অনেকেই হয়ত জানেননা যে, দীর্ঘ ২৪ বছর ধরে ছবি অঙ্কণের বিশেষ প্রশিক্ষণও নিয়েছেন রণজয়। তবে কাজের চাপে এখন আর নিয়মিত চর্চা করতে পারেননা। তবে সময় সুযোগ পেলেই বসে পড়েন রঙ তুলি আর ক্যানভাস নিয়ে। আর এইদিন তারই একটা ঝলক ভাগ করে নিয়েছেন ভক্তদের সাথে।

 

View this post on Instagram

 

A post shared by RANO JOY (@rano_joy22)

রণজয়ের এই বিশেষ প্রতিভার পাশাপাশি গুড্ডি নিয়েও প্রশ্ন করা হয়। সদ্যই ৫০০ পর্ব অতিক্রম করেছে সিরিয়ালটি। এদিকে আবার শোনা যাচ্ছে খুব শীঘ্রই নাকি শেষ হবে এই সিরিয়াল। এই প্রসঙ্গে অভিনেতা বলেন, “কয়েক মাস ধরেই তো শুনছি শেষ হচ্ছে। এখন আর এই বিষয়ে মাথা ঘামাতে চাই না।” পাশাপাশি খবর, আগামী অক্টোবর থেকেই নতুন প্রোজেক্টে হাত দেবেন রণজয়।