নিউজশর্ট ডেস্কঃ ঘুরতে যাওয়ার কথা উঠলেই বাঙালির মাথায় সবার আগে যেটা আসে সেটা হল দিঘা (Digha)। একদিনের ছুটি হোক বা উইকেন্ড কলকাতার কাছেই হওয়ায় সারাবছরই জমজমাট দিঘা। কিন্তু সম্প্রতিকালে পরিস্থিতি বেশ উত্তপ্ত সমুদ্র নগরীতে। আজ অর্থাৎ মঙ্গলবার থেকেই নাকি স্তব্ধ হয়ে যেতে পারে দিঘা, এমনটা আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবার স্তব্ধ হতে পারে দিঘা!
দিঘা যারা একবারও বেড়াতে গিয়েছেন তারা জানেন, রাস্তার দুদিকেই সারিবদ্ধ ভাবে রয়েছে নানান দোকান। কিন্তু এবার ওড়িশা বর্ডার থেকে ওল্ড দিঘার গেট পর্যন্ত সমস্ত দোকানদারকে নোটিশ ধরানো হয়েছে। প্রায় ২০০ এরও বেশি দোকান মালিক উচ্ছেদ নোটিশ পেয়েছেন। এরপর থেকেই ক্ষোভ জমছে ব্যবসায়ী তথা দোকানদারদের মধ্যে।
এই নোটিশের বিরুদ্ধে ইতিমধ্যেই আপত্তি জানিয়েছে ওল্ড দিঘা সহ নিউ দিঘার সমস্ত হকাররা। দোকান বন্ধ করে প্রতিবাদে উদ্দেশ্যে একত্রিত হচ্ছেন শয়ে শয়ে মানুষ। ক্ষুদ্ধ দোকানদারদের দাবি, পুনর্বাসন না দিয়ে উন্নয়ন পর্ষদ কেন এমন করছে? দ্রুত এই বিষয় পর্যালোচনা করে নোটিশ বাতিল করা হোক। এর অন্যথা হলে মঙ্গলবার বৃহত্তর আন্দোলনের জন্য পথে নামবেন তারা।
আরও পড়ুনঃ শুধুই নয় মেডেল, ভারতের ৬ অলিম্পিক ২০২৪ বিজয়ীরা কত টাকা পেলেন জানেন?
হকারদের মধ্যে কেউ বলছেন, ‘দোকান তো ভেঙে দেওয়া হবে। এরপর আমরা যাব কোথায়? আমাদের পুনর্বাসন চাই।’ তো আরেকজনের মন্তব্য, ‘এ কেমন নোটিশ? সরকার যে দোকান করে দিয়েছে সেগুলোই ভেঙে দিতে বলা হচ্ছে। এরপর যাব কোথায়, খাব কি?’ এদিকে বন্ধের খবর প্রকাশ পাওয়ার পর পর্যটকেরাও চিন্তায় পরে গিয়েছেন। এখন পরিস্থিতি কোন দিকে এগোয় সেটাই দেখার।