নিউজশর্ট ডেস্ক: দিঘার(Digha) জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছু বলার নেই। প্রতিবছর লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন প্রান্ত থেকে এই সমুদ্র সৈকতে ভ্রমণের জন্য আসেন। আর পর্যটকদের সুবিধার কথা মাথায় রেখেই এখন দিঘাকে আরো অনেক বেশি উন্নত করে তোলা হচ্ছে। পরিকাঠামোগত দিক থেকে এই রেলস্টেশনও হার মানাতে পারে এয়ারপোর্টকে। যত দিন এগোচ্ছে দিঘাতে বিদেশি পর্যটকদের সংখ্যা বাড়ছে। দিঘাতে রেলপথ এবং সড়কপথ উভয় ক্ষেত্রেই যোগাযোগ ব্যবস্থা রয়েছে।
কিন্তু তবুও বেশিরভাগ পর্যটকরাই রেল পরিষেবার ওপর নির্ভর করে থাকেন দীঘায় পৌঁছানোর জন্য। আর এরপর সেখান থেকে দীঘা, মন্দারমনি, তাজপুর খুব সহজেই পৌঁছে যাওয়া যায়। আর তাই পর্যটকদের কাছে দিঘা রেলস্টেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই কারণে দিঘা রেলস্টেশনের গুরুত্ব অনেক। এর কারণ হলো এই রেলস্টেশন থেকেই যাতায়াত করা হয়। আর তাই ভারতীয় রেলের তরফ থেকে দীঘা রেলস্টেশনকে অমৃত ভারত রেলস্টেশন প্রকল্পের আওতায় যুক্ত করা হলো।
এই প্রকল্পের মধ্য দিয়ে দীঘা রেলস্টেশনকে এবার আরো অনেক উন্নত মানের করে তোলা হবে। গত সোমবার নরেন্দ্র মোদী দেশের ৫৫৪ টি অমৃত ভারত স্টেশন প্রকল্পের উদ্বোধন করেছিলেন। সেই স্টেশনগুলোর মধ্যে পশ্চিমবঙ্গের ৪৫টি স্টেশন ছিল। আর এই ৪৫টি রেলস্টেশনের মধ্যে পূর্ব মেদিনীপুরেরই পাঁচটি রেলস্টেশন আছে। এই রেলস্টেশনগুলো হলো মেচেদা, পাঁশকুড়া, তমলুক, হলদিয়া এবং দীঘা।
আরও পড়ুন: Digha: দীঘায় এবার ‘বাম্পার’ মজা, পর্যটকদের সুবিধার জন্য বড় পদক্ষেপ প্রশাসনের
এই প্রত্যেকটি স্টেশনেরই আধুনিকীকরণের কাজ খুব দ্রুত শুরু হবে। আর এর জন্য খরচ হবে কোটি কোটি টাকা। অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় যে সমস্ত কাজ করা হবে তার মধ্যে থাকবে উন্নত মানের যাত্রী প্রতীক্ষালয়, এস্কেলেটার, লিফট, পার্কিং এরিয়া, শপিং মল, ফুট ওভারব্রিজ, ফুড সেন্টার ইত্যাদি। আর এই সমস্ত বিষয়গুলোর কথা মাথায় রেখে স্টেশন উন্নত করা হবে। এক্ষেত্রে অমৃত ভারত প্রকল্প রেল স্টেশনের রূপায়নের জন্য দিঘা বাড়তি গুরুত্বপূর্ণ জায়গা পেয়েছে।
যেহেতু এটি একটি পর্যটক কেন্দ্র অন্তর্বর্তী স্টেশন তাই একটু বেশি নজর দেওয়া হয়েছে। এখানে লিফট, ফুট ওভারব্রিজ, ইত্যাদির পাশাপাশি তৈরি করা হবে রেল কোচ, রেস্তোরা। এছাড়া ফুড স্টেশন, যাত্রী প্রতীক্ষালয় ইত্যাদি হবে বলে জানা গিয়েছে। একেবারেই এয়ারপোর্টের মত সেজে উঠবে দীঘা রেলস্টেশন। আর সাধারণত এই খবরে খুশি হয়েছেন সাধারণ মানুষ থেকে পর্যটকেরা।