Digha

Papiya Paul

Digha: দীঘায় এবার ‘বাম্পার’ মজা, পর্যটকদের সুবিধার জন্য বড় পদক্ষেপ প্রশাসনের

নিউজশর্ট ডেস্ক: বাঙালির কাছে ঘোরার একটি গুরুত্বপূর্ণ জায়গা হল দীঘা(Digha)। খুব কম সময়ে এবং কম খরচে ঘুরতে যাওয়ার জন্য এই জায়গা একেবারেই পারফেক্ট। আর পর্যটকদের সুরক্ষার কথা ভেবে প্রশাসনের তরফ থেকে নানা রকমের গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এর পাশাপাশি দিঘাকে আরো নতুনভাবে ও সুন্দর করে সাজানোর জন্য রাজ্য সরকারের তরফ থেকে পদক্ষেপ নেওয়া হচ্ছে। আর এবার দীঘায় পর্যটকদের সুরক্ষার জন্য আরো একধাপ এগিয়ে এসেছে প্রশাসন।

   

ওল্ড দিঘার সমুদ্রসৈকতে বেশ কিছু জায়গায় নরম সবুজ শ্যাওলায় বহু পর্যটকই পা পিছলে পড়ে গিয়েছেন। একটু অসাবধানতা হলেই পা পিছলে পড়ে যেতে হয়। তবে এবার এই সমস্যা মেটানোর জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে দীঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ। ওল্ড দিঘার বিপদজনক এই ঘাটগুলোতে এত পরিমান শ্যাওলা রয়েছে যা দেখলে মনে হবে সবুজ কার্পেট পাতা রয়েছে পর্যটকেরা।

এখানে দাঁড়িয়েই সমুদ্রের মনোরম দৃশ্য পেছনে রেখে সেলফি তুলতে গিয়ে নানা রকমের বিপদের সম্মুখীন হচ্ছে। আর একটু যদি পা হরকে যায় তাহলে সমুদ্রে ভেসে যাওয়ার আশঙ্কা ও প্রবল। এবার বিশেষ উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন। ওল্ড দিঘার পাথরের ঢালাই করা ঘাট সহ বিচ এই ধরনের ঘন সবুজ শ্যাওলা রয়েছে।

Digha

আরও পড়ুন: Digha: মাত্র ৪০ টাকায় মিলবে দীঘার হোটেল! এভাবে বুক করলে পাবেন দুর্দান্ত অফার

এই শ্যাওলার ভেতরে রয়েছে আবার ব্লেডের মতো ধারালো ছোট ছোট ঝিনুক। যা অত্যন্ত বিপদজনক একটি জিনিস। এতে পড়ে যাওয়ার পাশাপাশি হাত পা কেটেও যেতে পারে। তবে এবার ওল্ড দীঘার এক নম্বর এবং দুই নম্বর ঘাটের শ্যাওলার উপর দিয়ে হাটা এবং স্নানের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্রশাসনের তরফ থেকে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যে তিন বছর আগে থেকেই এই শ্যাওলার উৎপত্তি ঘটেছে। অনেকে অভিযোগ করেছেন প্রশাসনের নজরদারির অভাবেই সময় মত এই শ্যাওলা পরিষ্কার করা হয় না। তবে এবার বারবার অভিযোগ আসার পর নড়েচড়ে বসেছে প্রশাসন। এই বিপজ্জনক ঘাট গুলোতে নিষেধাজ্ঞা জারি করার পাশাপাশি নুলিয়াদের ও নির্দেশিকা দেওয়া হয়েছে। পর্যটকদের আরও বেশি সচেতন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রসঙ্গত, কিছু মাস আগেই এই শ্যাওলার উপর দিয়ে হাঁটতে গিয়ে তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন পরিবহন মন্ত্রী মদন মিত্র আছড়ে পড়ে গিয়েছিলেন। যেই ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়াতে।