নিউজশর্ট ডেস্কঃ বাঙালির কাছে অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র দীঘা(Digha)। সারা বছরই এই জায়গাতে বাঙালির ভিড় লেগে থাকে। সমুদ্রপ্রেমী মানুষের কাছে দীঘার জনপ্রিয়তা তুঙ্গে। যেকোনো সময় অল্প খরচের মধ্যে দীঘায় পৌঁছে যাওয়া যায়। বহু মানুষ রেল পথ এবং সড়ক পথ যাতায়াতের জন্য ব্যবহার করে থাকেন।
বাস এবং ট্রেন ছাড়া প্রাইভেট গাড়ি ও বাইকেও খুব সহজেই দীঘা পৌঁছে যাওয়া যায়। তবে এই সম্প্রতি এমন একটি খবর ভাইরাল হয়েছে যার জন্য খুশি হয়েছেন পর্যটকরা। বলা হচ্ছে যে দীঘা যাওয়ার জন্য এবার ট্রেন চলতে পারে বারাসাত থেকে। বারাসাত এবং আশেপাশের অঞ্চলের মানুষকে আর হাওড়া পর্যন্ত কষ্ট করে ট্রেন ধরার জন্য যেতে হবে না।
এবার বারাসাত থেকেই বিশেষ ট্রেনের মাধ্যমে দীঘায় পৌঁছে যাওয়া যাবে। এমনকি এই ট্রেনের উদ্বোধন করবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোশ্যাল মিডিয়াতে এটাও দাবি করা হচ্ছে যে বারাসাত এবং দীঘার মধ্যে EMU পরিষেবা শুরু হতে পারে। ভোর সওয়া পাঁচটা নাগাদ এই ট্রেনটি বারাসাত থেকে ছাড়বে। আর সাড়ে এগারোটা নাগাদ দিঘাতে গিয়ে পৌঁছাবে।
আরও পড়ুন: Digha: দীঘার পর্যটকদের জন্য ‘বাম্পার’ সুযোগ, চালু হচ্ছে এই নতুন পরিষেবা, খুশিতে লাফাচ্ছেন সকলেই
এরপর দিঘা থেকে বারাসাতের উদ্দেশ্যে দুপুরে দেড়টা নাগাদ ট্রেন ছাড়বে। ট্রেন বারাসাত এসে সন্ধ্যে ৭.৪০-এ পৌঁছাবে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই সংক্রান্ত বিষয়ে নানা তথ্য ছড়িয়ে পড়ছে। আর অবশেষে এই খবর নিয়ে মুখ খোলেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। তিনি জানিয়েছেন যে এই খবরটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর। দয়া করে এই ধরনের অসত্য খবর থেকে নিজেকে দূরে রাখুন।