Digha

Digha: এবার রাতে ফাঁকায় ফাঁকায় ট্রেনে পৌঁছে যান দীঘা, জেনে নিন কখন কোথা থেকে ছাড়বে ট্রেন?

নিউজশর্ট ডেস্কঃ পর্যটকদের অন্যতম পছন্দের ভ্রমনের জায়গা হল দীঘা(Digha)। একদম অল্প খরচের মধ্যে কম সময়ের জন্য এর থেকে ভালো ঘোরার জায়গা কম আছে। তাই তো দীঘাতে লক্ষ লক্ষ মানুষের ভিড় জমে। আর পর্যটকদের সুবিধার কথা মাথায় রেখে দীঘাকে আরো সুন্দরভাবে সাজিয়ে তুলছে প্রশাসন। ইতিমধ্যেই একাধিক পরিকল্পনা বাস্তবায়িত করা হয়েছে।

এখনের দীঘার সৌন্দর্য বিগত ৫ বছরের তুলনায় একেবারেই আলাদা। দীঘা যেতে গেলে কেউ যেমন প্রাইভেট গাড়িতে যান, কেউ আবার বাসে কিংবা ট্রেনে করেই যান। আর এখন দীঘা যাওয়ার জন্য বাস, ট্রেনের কোনো অভাব নেই। পরিবহন ব্যবস্থাও যথেষ্ট উন্নতি হয়েছে। অনেকেই অফিস ছেড়ে রাতে দীঘা যান। সেক্ষেত্রে বাসের উপর ভরসা করতে হয়। কারণ তখন কোনো ট্রেন নেই।

তবে এবার যাত্রীদের সুবিধার্থে রাতেও দীঘাতে ট্রেন পাওয়া যাবে। শুনতে অবাক লাগলেও একথা সত্যি। রাতেও ট্রেন রয়েছে দীঘা যাবার জন্য। এই ট্রেনে করে আপনি কাকভোরেই পৌঁছে যাবেন দীঘা। তবে এই ট্রেনটি মাত্র দুইদিন চলে, সারা সপ্তাহের মধ্যে। কখন ছাড়ে এই ট্রেনটি? আর কোন স্টেশন থেকে ছাড়ে? এই ট্রেনটি সাঁতরাগাছি স্টেশন থেকে ছাড়ে রাত ১১ টা ৪৫ মিনিটে। আর দীঘা গিয়ে পৌঁছায় ভোর সাড়ে তিনটের সময়।

 

আরও পড়ুন: Digha: সমুদ্র থেকে জঙ্গল, মিলবে সবকিছুই, নতুন বছরে বেড়িয়ে আসুন এই ৫ জায়গায়, ভুলে যাবেন দীঘা

আর একই ট্রেন দিঘা থেকে ছাড়ে সকাল ৮ টাই। সাঁতরাগাছি এসে পৌঁছায় বেলা ১২ টা ১০ মিনিটে। শনিবার ও রবিবার সাঁতরাগাছি থেকে এই ট্রেনটি ছাড়ে। এক্ষেত্রে রাতে ট্রেন সফরের জন্য যাত্রীরা পাবেন ১২ টি স্লিপার ক্লাস ও চারটি থ্রি টায়ার কামরা। উলুবেড়িয়া, বাগনান, মেচেদা, তমলুক, দেশপ্রাণ, কাঁথি এই স্টেশনগুলিতে ট্রেনটি দাঁড়াবে। তাহলে আপনার রাতে দীঘা যাওয়ার প্ল্যান থাকলে এইবার ট্রেনে করে আরো সহজেই পৌঁছে যেতে পারবেন।

Avatar

Papiya Paul

X