Digha

Papiya Paul

Digha: সমুদ্র থেকে জঙ্গল, মিলবে সবকিছুই, নতুন বছরে বেড়িয়ে আসুন এই ৫ জায়গায়, ভুলে যাবেন দীঘা

নিউজশর্ট ডেস্কঃ শুরু হয়ে গিয়েছে আরেকটি নতুন বছর। আর নতুন বছর মানেই জীবনে সবকিছু নতুন করার আনন্দ। আর এই নতুন বছরে কোন নতুন জায়গায় ঘুরতে(Travel) যাওয়ার ইচ্ছে সকল পর্যটকদের মধ্যেই থাকে। নতুন নতুন জায়গার সন্ধান খুঁজতে থাকেন সকলে। আজকে এই প্রতিবেদনে দেশের এমন কিছু নতুন এবং সুন্দর জায়গার সন্ধান দেবো, আমরা যেখানে গেলে আপনার মন ভরে যাবে। চলুন তাহলে দেশের এই পর্যটন স্থানগুলো(Tourist Spot) সম্পর্কে জেনে নেওয়া যাক।

   

১) মুরুদেশ্বর: সমুদ্র এবং ঈশ্বর দুজনেরই একসঙ্গে দর্শন করতে চাইলে এই মুরুদেশ্বরে যেতে পারেন। এখানে একই সঙ্গে ঈশ্বরের দর্শন পাবেন। আবার দেখতে পারবেন বিশাল সমুদ্র সৈকত। এছাড়া এখানে স্নোরকেলিং ও স্কুবা ডাইভিং করা যায়।

২) গোকর্ণ: মুরুদেশ্বর থেকে যাওয়ার জন্য সবচেয়ে নিকটবর্তী আরেকটি পর্যটন কেন্দ্র হল এই গোকর্ণ। এখানেও আপনি ঈশ্বর দর্শনের পাশাপাশি সমুদ্র সৈকতের অপরূপ সৌন্দর্য দেখতে পাবেন। আর দেখতে পাবেন সূর্যাস্ত যা আপনার মন ভরিয়ে দেবে।

৩) নাগরহোল ন্যাশনাল পার্ক: আপনি যদি একজন পশুপ্রেমী হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই অনেক জাতীয় উদ্যান ঘুরে ফেলেছেন। তাহলে এবার ঘুরে আসুন নাগরহোল জাতীয় উদ্যান। এখানে পরিবার এবং বাচ্চাদের নিয়ে গোটা দিন কাটিয়ে নিতে পারেন। বাচ্চারা এই জায়গায় অবশ্যই পছন্দ করবে। আবার আপনি নিজেও ভালোবেসে ফেলবেন এই জায়গাকে।

আরও পড়ুন: Travel: প্রকৃতির রূপ দেখলে জুড়িয়ে যাবে চোখ, অল্প খরচে বেড়িয়ে আসুন বাংলার এই পাহাড়ি এলাকা থেকে

৪) কুর্গ: নতুন বছরে আরেকটি নতুন জায়গার সন্ধান হলো কুর্গ। এখানে প্রাকৃতিক সৌন্দর্য দেখলে আপনার মন ভরে যাবে। আর এখানে থাকার জন্য প্রচুর বাংলো এবং হোমস্টে রয়েছে। পর্যটকেরা নিজেরা নিজেদের মতো করে ফায়ারক্যাম্প জ্বালিয়েও এখানে সময় কাটাতে পারেন।

৫) চিকমাগালুর: নতুন বছরের আরেকটি সুন্দর এবং জবরদস্ত জায়গা হল চিকমাগালুর। যেখানে একবার গেলে সারা জীবন এই স্মৃতি মনে রাখবেন। আপনি যদি ঘুরতে যাবার জায়গা সন্ধান করে থাকেন তাহলে অবশ্যই এই জায়গাগুলো একবার ঘুরে আসতে পারেন।