Digha

Digha: দীঘায় এবার ডবল মজা, বড়দিনের আগে বড়সড় বদল, আনন্দে লাফাচ্ছে পর্যটকরা

নিউজশর্ট ডেস্কঃ বাঙালি পর্যটকদের কাছে দীঘা(Digha) একটি অন্যতম জনপ্রিয় ট্রাভেলিং ডেস্টিনেশন(Travel Destination)। হাতে দু-একদিনের সময় থাকলেই ব্যাগ পত্র গুছিয়ে দীঘায় যেতে বেরিয়ে পড়েন ভ্রমণপিপাসু বাঙালিরা। শীত, গ্রীষ্ম, বর্ষা প্রায় সব ঋতুতেই দীঘায় পর্যটকদের ভিড় থাকে। বিশেষ করে শীতকালে পর্যটকদের ভিড় অন্যান্য সময়ের থেকে অনেকটাই বেশি। আর তাই পর্যটকদের সুবিধার কথা মাথায় রেখে নিত্যনতুন পরিষেবা নিয়ে আসছে দীঘার প্রশাসন।

আপনিও কি এই শীতে দীঘায় যাওয়ার পরিকল্পনা করছেন? যদি এই পরিকল্পনা করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে একটি দুর্দান্ত খবর। পর্যটকদের সুবিধার কথা মাথায় রেখে আগামী ২৫শে ডিসেম্বরের আগে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে দিঘা প্রশাসন। যাতে সবথেকে বেশি সুবিধা হবে পর্যটকদের। শীতের মরশুমে ভিড় যেহেতু অনেকটাই বেশি তাই উন্নত ও ভালো পরিষেবা দেওয়ার জন্য দীঘা শংকরপুর উন্নয়ন বোর্ড এবং জেলা প্রশাসন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করছে।

আসলে দীঘাতে হকারদের সংখ্যা প্রচুর। আর এই মুহূর্তে দিঘাকে হকার মুক্ত করতে চাইছে জেলা প্রশাসন। এই প্রসঙ্গে গত বৃহস্পতিবার একটি উচ্চস্তরের বৈঠকে বসেছিলেন প্রশাসনিক কর্তারা। যেখানে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। পর্যটকরা অনেক সময় অভিযোগ করেন যে হকারদের কারণে সমুদ্র তীরবর্তী অঞ্চলে চলাচলের ভীষণ অসুবিধা হয়।

আরও পড়ুন: Travel: চারিদিকে পরিযায়ী পাখির ভিড়, শীতে ঘুরে আসুন এই অফবিট লোকেশনে, মন হবে ঝাক্কাস

রাস্তাঘাট থেকে শুরু করে সমুদ্রের তীরবর্তী জায়গায় এই হকারদের সংখ্যা এত বেশি থাকে যে সঠিকভাবে হাঁটা পর্যন্ত যায় না। তাই সূত্রের খবর বড়দিনের আগেই দীঘার হকারদের উচ্ছেদের কাজ শুরু হয়েছে। এই বৈঠকে ঠিক করা হয়েছে যে যেসব হকার স্টলের জন্য আবেদন করেছেন সেই সমস্ত আবেদনকারী হকারদের রেখে বাকি হকারদের উচ্ছেদ করে দেওয়া হবে। সূত্র বলছে ইতিমধ্যেই এই প্রসঙ্গে প্রশাসনের তরফ থেকে মাইকিং শুরু হয়ে গিয়েছে।

Avatar

Papiya Paul

X