Koushik Dutta

কে দিদি, আর কে ভাইপো সেটা সবাই জানেঃ কুণাল ঘোষকে পাল্টা বললেন দিলীপ ঘোষ

উত্তরটা পেতে দেরি হল না কুণাল ঘোষের। তিনি বিজেপিকে উদ্দেশ্য করে বলেছিলেন, ‘দিদি, ভাইপো না বলে সাহস থাকলে সরাসরি নাম ধরে বলে দেখাক।’ এই চ্যালেঞ্জের পরেই উত্তর দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বললেন, ‘কে দিদি, আর কে ভাইপো সেটা সবাই জানে। এ ব্যাপারে আর আলাদা করে কিছু বলার নেই।’