Star Jalsha Upcoming Serial Subho Bibaho actor Honey Bafna opens up about second marriage

Partha

একাধিক প্রেমে ক্ষতি নেই, দ্বিতীয় বিয়েতেই দোষ? সমাজকে প্রশ্ন ‘শুভ বিবাহ’র নায়ক হানি বাফনার

নিউজশর্ট ডেস্কঃ বাংলা ধারাবাহিক (Bengali Serial) মানে যে শুধুই কূটকচালি তা কিন্তু নয়! বহুবার সমাজের নানা রীতিনীতির বিরুদ্ধে প্রশ্ন তুলেছে একাধিক ধারাবাহিক। ষ্টার জলসার (Star Jalsha) পর্দায় আসছে এমনই এক সিরিয়াল ‘শুভ বিবাহ’ (Subho Bibaho)। এই ধারাবাহিকের হাত ধরেই পর্দায় কামব্যাক করছেন মোহর, এক্কা দোক্কা খ্যাত নায়িকা সোনামনি সাহা (Sonamoni Saha)। তাঁর বিপরীতে থাকছেন অভিনেতা হানি বাফানা (Hani Bafna)

   

ইতিমধ্যেই ধারাবাহিকের প্রোমো ও সম্প্রচারের ডেট সহ টাইমস্লট প্রকাশ্যে এসেছে। আগামী ১৭ই জুন থেকে রোজ রাত ৯টায় দেখা যাবে ‘শুভ বিবাহ’। প্রোমো ভিডিও দেখলেই বোঝা যাচ্ছে এক বিবাহ বিচ্ছিন্না নারীর দ্বিতীয় বার বিয়ে করার গল্পই তুলে ধরা হবে। তবে এই প্রসঙ্গে অভিনেতার সাথে যোগাযোগ করে আনন্দবাজার অনলাইন। সেখানেই একাধিক প্রশ্নের জবাব দিয়েছেন তিনি।

‘শুভ বিবাহ’ গল্পে হানি বাফনার চরিতের নাম ‘তেজ’। তবে চরিত্রেও কি তেজ আছে? এই প্রশ্নের জবাবে তিনি জানান, সেটা দর্শকই ভালো করে বলতে পারবে। ধারাবাহিকে তেজ যেমন সত্যিবাদী, তেমনই স্পষ্টবাদীও, পারিবারিক ব্যবসা সামলে সে। তবে কিছু একটা যন্ত্রণা আছে যেটা লুকিয়ে নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রাখে। এরপর জানতে হলে চোখ রাখতে হবে পর্দায়’।

Subho Bibaho Upcoming Bengali Serial on Star Jalsha

আরও পড়ুনঃ জমজমাট নিম ফুলের মধু, পর্ণার মঞ্জুলিকা রুপ দেখেই অজ্ঞান সুইটি-মৌমিতা! ফাঁস সুপার ধামাকা পর্ব

এরপর তাকে জানতে চাওয়া হয়, বাস্তবে ডিভোর্সি মেয়েকে বিয়ে করবেন? উত্তরে স্পষ্ট জবাব, ‘নয় কেন!’ যদি প্রেম হয় তাহলে তো কোনো চিন্তাই নেই, আর যদি সম্মন্ধ করে হয় তাহলে জানতে চাইবেন আগের বিয়ের ভাঙার কারণ। তবে এর জন্য দূরে ঠেলে দেবেন না। একইসাথে অভিনেতার সংযোজন, ‘এখনকার দিনে একবার প্রেম হয়? একাধিকবার প্রেমে পড়ছেন বেশিভাগই ,তাতে তো দোষ নেই। তাহলে দ্বিতীয় বিয়েতেই আপত্তি কিসের?’

প্রসঙ্গত, ‘শুভ বিবাহ’ ধারাবাহিকের প্রথমবার হানি বাফনার সাথে জুটি বাঁধতে দেখা যাবে সোনামনি সাহাকে। তাই নতুন জুটির কেমিস্ট্রি কেমন হবে সেটা দেখার জন্যও অপেক্ষায় রয়েছেন দর্শকেরা। এখন অপেক্ষা ১৭ই জুন থেকে সম্প্রচার শুরু হওয়ার।