Arijit

রাহুল, পন্থদের সঙ্গে অধিনায়ক হওয়ার লড়াইয়ে ঢুকে পড়ল হার্দিক, জানালেন দিলীপ বেঙ্গসরকার

এই মুহূর্তে আয়ারল্যান্ড সফরে রয়েছে ভারতীয় দল। আয়ারল্যান্ড এ দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। এই সিরিজে ঋষভ পন্থ, কে এল রাহুল না থাকায় ভারতের অধিনায়কত্ব সামলাচ্ছেন হার্দিক পান্ডিয়া।

   

আইপিএলে গুজরাট টাইটান্স এর হয়ে প্রথমবার অধিনায়কত্ব করতে নেমে গুজরাট কে আইপিএল চ্যাম্পিয়ন করেছে হার্দিক পান্ডিয়া। অধিনায়ক হিসেবে তিনি যে যথেষ্ট দক্ষতা প্রমাণ পাওয়া গেছে আইপিএলেই। যার কারণে এবার ভারতীয় দলের অধিনায়কত্ব তুলে দেওয়া হয়েছে হার্দিক পান্ডিয়ার কাঁধে। ভারত অধিনায়ক হিসেবে নিজের অভিষেক ম্যাচে দুর্দান্ত অধিনায়কত্ব করে দলকে জেতালেন হার্দিক পান্ডিয়া।

হার্দিক পান্ডিয়ার পুনরুত্থান অনেক প্রাক্তন ক্রিকেটারের মন জিতেছে। অনেকেই দাবি করেছেন কে এল রাহুল এবং ঋষভ পন্তদের সঙ্গে সীমিত ওভারের ক্রিকেটে ভারতের ভবিষ্যত অধিনায়কের লড়াইয়ে ঢুকে পড়ল হার্দিক পান্ডিয়া।
এইদিন ভারতের প্রাক্তন অধিনায়ক দিলীপ বেঙ্গসরকার বলেন, ‘হার্দিক একটি ভালো বিকল্প। এটি নির্বাচকদের উপর নির্ভর করে, তারাই দেখছে। এটির ভিত্তিতে। তাদের কী দৃষ্টিভঙ্গি এবং পরিকল্পনা রয়েছে। হার্দিক অবশ্যই আপনাকে একটি ভালো বিকল্প দেবেন।’