নিউজশর্ট ডেস্কঃ শুধুমাত্র ভারতবর্ষ নয় গোটা বিশ্বের অর্থনীতির বেশিরভাগটাই ব্যাংকের ওপর নির্ভরশীল। মনে করা হয় যে কোন দেশের ব্যাংক যদি অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী হয় তাহলে সেই দেশের অর্থনীতিও অনেক শক্তিশালী হয়। এই গোটা বিশ্বে এমন অনেক ব্যাংক রয়েছে যেগুলো নিজে নিজের দেশের আর্থিক পরিকাঠামোকে ধরে রেখেছে।
ভারতবর্ষের যেমন সবথেকে বড় ব্যাংক হল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। ঠিক তেমনি এই বিশ্বের সবচেয়ে বড়(World’s Largest Bank) ব্যাংক কোনটা? উত্তর দিতে পারবেন না অনেকে। আপনারা জেনে অবাক হবেন বিশ্বের সবথেকে বড় ব্যাংকের সম্পদ অনেক দেশের মোট সম্পদের থেকেও বেশি। তবে এই ব্যাংক মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপে নেই। রয়েছে এশিয়াতে।
এই বিশ্বের সবথেকে বড় ব্যাংক রয়েছে চিনে। এই ব্যাংকের নাম হলো ইন্ডাস্ট্রিয়াল এন্ড কমার্শিয়াল ব্যাংক অফ চায়না। সংক্ষেপে রয়েছে আইসিবিসি। তথ্য মারফত জানা গিয়েছে যে এই ব্যাংকের মোট সম্পদের পরিমাণ ৫.৭ ট্রিলিয়ন ডলার। ভারতের মোট জিডিপি এখনো ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারেনি। মানে বুঝতেই পারছেন এই ব্যাংকের সম্পদ কত বেশি।
বিশ্বের সবথেকে বড় ব্যাংকের লিস্টে প্রথম পাঁচটি ব্যাংকের মধ্যে চারটি ব্যাংক চিনে রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে চায়না কনস্ট্রাকশন ব্যাংক কর্পোরেশন। এই ব্যাংকের সম্পদের পরিমাণ ৫ ট্রিলিয়ন ডলার। তৃতীয় স্থানে রয়েছে চীনের কৃষি ব্যাংক। এই ব্যাংকের সম্পদে পরিমাণ ৪.৯ বিলিয়ন ডলার। চতুর্থ স্থানে রয়েছে ব্যাঙ্ক অফ চায়না। এই ব্যাংকের মোট সম্পদের পরিমাণ ৪.২ ট্রিলিয়ন ডলার। আর পঞ্চম স্থানে রয়েছে আমেরিকার জেপি মরগ্যান চেজ ব্যাংক। এই ব্যাংকের মোট সম্পদের পরিমাণ ৩.৭ ট্রিলিয়ন ডলার।