SIP

Papiya Paul

SIP: বেশি টাকার লোভে যখন-তখন SIP-তে বিনিয়োগ নয়, এই ৪ টি ভুল করলেই নষ্ট হবে সব টাকা!

নিউজশর্ট ডেস্কঃ এখন অর্থ বিনিয়োগের ক্ষেত্রে শুধুমাত্র পোস্ট অফিস কিংবা ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টের টাকা জমানো হয় না। মোটা টাকা রিটার্নের আশায় বহু মানুষ মিউচুয়াল ফান্ডে এসআইপিতে বিনিয়োগ করেন। এর কারণ মিউচুয়াল ফান্ডে এসআইপি তুলনামূলকভাবে কম ঝুঁকিপূর্ণ। সঠিকভাবে বিচার বিবেচনা করে যদি পর্যাপ্ত এসআইপি-তে(SIP) অর্থ বিনিয়োগ করা যায় এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগ করা যায়। তাহলে মোটা টাকা রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকে।

   

যদি এসআইপিতে বিনিয়োগ করতে চাইছেন কিংবা বিনিয়োগ শুরু করে দিয়েছেন তাহলে এক্ষেত্রে আপনাকে অবশ্যই জেনে রাখা দরকার যে কোন ভুল গুলো করলে আপনি ঠকে যাবেন এবং রিটার্ন কম পাবেন। আজকের প্রতিবেদনে এই ৪ টি কারণ সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো।

১) বিনিয়োগ করার আগেই ভালোভাবে রিসার্চ করুন: বিনিয়োগ করার আগে অবশ্যই ভালোভাবে রিসার্চ করতে হবে। অন্য কারোর কথায় অন্ধের মত বিশ্বাস করে টাকা বিনিয়োগ করা যাবে না। কারোর পরামর্শ অবশ্যই নিতে পারেন কিন্তু সিদ্ধান্ত আপনাকে নিজেকেই নিতে হবে।

SIP

 

আরও পড়ুন: SIP: প্রতি মাসে SIP-তে টাকা দিচ্ছেন? বিনিয়োগের আগে এই নিয়ম না জানলে পড়বেন ফ্যাসাদে

২) ভালো রিটার্ন দেখলে তবে বিনিয়োগ করবেন: আপনি যে ফান্ডে বিনিয়োগ করতে চাইছেন সেই ফান্ডের পূর্বে ইতিহাস ভালো করে জেনে নিতে হবে এবং কতটা টাকা আপনি জমা করতে পারবেন সেটি আগে ঠিক করে নিন। কারণ যদি কোন মাসে টাকা জমা করতে না পারেন তাহলে সেটা কিন্তু আপনার রিটার্নের উপর প্রভাব ফেলবে।

৩) একাধিক ফান্ডে টাকা বিনিয়োগ করুন: একটি নির্দিষ্ট ফান্ডের সমস্ত টাকা বিনিয়োগ না করে বিভিন্ন ফান্ডে টাকা বিনিয়োগ করা উচিত। ভবিষ্যতে যদি কোন ফান্ড মারাত্মক ধাক্কাও খায় তাহলে অন্যান্য ফান্ডের মাধ্যমে আপনার সেই টাকা উঠে যাবে।

৪) এসআইপি কখনোই মাঝপথে বন্ধ করা উচিত নয়: আপনি যদি এসআইপিতে বিনিয়োগ শুরু করে থাকেন তাহলে এই এসআইপিতে বিনিয়োগ কখনোই বন্ধ করবেন না। অনেকেই আছেন যারা এসআইপিতে টাকা বিনিয়োগ শুরু করেন আবার মাঝপথে বন্ধ করে দেন। এক্ষেত্রে আপনার নিজেরই ক্ষতি হবে ভালো রিটার্নের বদলে মোটা টাকা লোকসান হতে পারে।