নিউজশর্ট ডেস্কঃ কর্মসূত্রে হোক বা ভ্রমণের উদ্দেশ্যে দেশের লাইফলাইন বলা চলে ভারতীয় রেলকে। প্রতিদিন কোটি কোটি মানুষ নিজেদের গন্তব্যে পৌঁছে যান ট্রেনে করেই। কম খরচে দীর্ঘযাত্রা পথ পেরোতেও যেমন ট্রেন সবচেয়ে বেশি গ্রহণযোগ্য তেমনি ডেইলি প্যাসেঞ্জারি করার জন্যও ট্রেনকেই বেছে নেন যাত্রীরা। কিন্তু নূন্যতম খরচ হলেও অনেকেই টিকিট না কেটে সফর করতে অভ্যস্ত হয়ে পড়েছেন। এবার সেই সমস্ত লোকেদের টাইট দিতে কোমর কষেছে রেল কর্তৃপক্ষ।
কিছুদিন আগেই বিনাটিকিতে সফর করা লোকেদের উদেশ্যে সতর্কবার্তা দিয়েছি রেল। তারপর থেকেই অ্যাকশন মুডে ভারতীয় রেল। যে স্টেশনে কখনো চেকিং হয় না সেখানেও টিটি দেখা যাচ্ছে। বিশেষ করে হাওড়া স্টেশনে চলছে কড়া চেকিং। অবৈধ টিকিটের ব্যবহার আটকে সুরাহা করতে হাওড়া স্টেশনেই বিশেষ ক্যাম্প কোর্টের ব্যবস্থা করা হয়েছে।
পূর্বে দেওয়া সতর্কবার্তা অনুযায়ী রেলের তরফ থেকে আগেই জানানো হয়েছিল, টিকিট কেটে যাত্রা না করলে সাবধান! ফাইন নিয়ে আয় করার উদ্দেশ্য নয় বরং ট্রেনে যে টাকায় যাত্রা করা যায় সেটা খুবই কম। তাই জনসচেতনতা বৃদ্ধি করার জন্যই এই বিশেষ অভিযান চালানো হচ্ছে। ধরা পড়লেই যাত্রীদের সোজা হাজির করা হচ্ছে স্টেশনের ক্যাম্প কোর্টের ম্যাজিস্ট্রেটের সামনে।
আরও পড়ুনঃ ‘তৎকাল’ টিকিটও মিলবে রিফান্ড! একগুচ্ছ নিয়ম বদলাচ্ছে রেল, শুনেই খুশি যাত্রীরা
যেমনটা জানা যাচ্ছে ইতিমধ্যেই ৬১৬ জন বিনা টিকিটের যাত্রীকে ধরা হয়েছে। তাদের ম্যাজিস্ট্রেটের কাছেও নিয়ে যাওয়া হয়েছে। এই যাত্রীদের থেকে সর্বমোট ২ লক্ষ ৯ হাজার একশো টাকা ফাইন নেওয়া হয়েছে পূর্ব রেলের তরফ থেকে। তবে এখানেই শেষ নয়, এভাবেই আগামী দিনেও আরও সারপ্রাইজ চেকিং চলবে।
রেলের এই উদ্যোগের ফলে আগামী দিনে টিকিট ছাড়া যাত্রা করার আর যাতে কেউ সাহস না পায় সেটাই মূল উদ্দেশ্য। জানলে অবাক হবেন বিগত মে মাসেই শুধুমাত্র শিয়ালদহ সহ ৪ স্টেশনে অভিযান চালিয়ে ১ লক্ষ ৮০ হাজার ৯০০ জন বিনা টিকিটের যাত্রী ধরা হয়েছিল। তাদের থেকে প্রায় ৭ কোটি ৫৭ লক্ষ ৩০ হাজার টাকা ফাইন সংগ্রহ করা হয়েছিল।