নিউজ শর্ট ডেস্ক: ঘুরতে (Travel) যেতে কার -ই না ভালো লাগে! আর যদি কখনও সুযোগ আসে বিদেশ ভ্রমণের, তাহলে তো কথাই নেই। কিন্তু বিদেশে (Foreign) ঘুরতে যাওয়ার কথা উঠলে প্রথমেই সকলের চিন্তা হয় বাজেট নিয়ে। অচেনা অজানা দেশে থাকা,খাওয়ার খরচ, কিংবা ঘোরার জন্য কত টাকা খরচ হবে তা ভেবেই অনেকের কাছে বিদেশ ভ্রমণের স্বপ্ন স্বপ্নই থেকে যায়।
কিন্তু এমন কিছু বিষয়-ও আছে যা জানলে বিদেশ ভ্রমণের স্বপ্ন সত্যি হতে পারে আপনারও।. আসলে পৃথিবীতে এমন কিছু দেশ রয়েছে যেখানে গেলে খরচ তো দূরের কথা উল্টে বাড়ি-গাড়ি সহ বিনামূল্যে পাওয়া যাবে আরও অনেক জিনিস। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি। তাহলে আসুন দেরি না করে চটপট জেনে নেওয়া যাক বিদেশের কোন কোন জায়গায় গেলে থাকা খাওয়ার জন্য পাওয়া যায় টাকা।
ভার্মন্ট:
ছবির মতো সুন্দর আমেরিকার পার্বত্য রাজ্য ভার্মন্ট। এখানকার মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখলেই চোখ আটকে যায়। এই রাজ্যে যে সব কর্মীরা দূর থেকে কাজ করেন, তাঁদের আর্থিক গ্রান্ট দেওয়া হয় ভার্মন্ট। এখানে ২ বছর কাজ করলে প্রায় সাড়ে ৭ লক্ষ টাকা দেওয়া হয়। ভার্মন্ট মূলত চেডার পনির এবং বেন অ্যান্ড জেরির আইসক্রিম উৎপাদনের জন্য বিখ্যাত।
আলাস্কা:
আমেরিকার আলাস্কাতেও থাকার জন্য টাকা পান মানুষ। আসলে তুষারপাত ও কনকনে ঠান্ডার কারণে এখানে খুব কম মানুষ থাকেন। তাই সরকার আলাস্কার বাসিন্দাদের প্রতি বছর প্রায় দেড় লক্ষ টাকা দেয়। তবে শর্ত মেনে সেখানে কমপক্ষে এক বছর থাকতে হবে।
আরও পড়ুন: সপ্তাহের শেষেই হাওয়া বদল! শীতের কামব্যাক নিয়ে বড়সড় আপডেট দিল হাওয়া অফিস
আলবিনেন, সুইজারল্যান্ড:
স্বর্গের মতো সুন্দর সুইজারল্যান্ড। এখানকার প্রতিটি গ্রাম যেন প্রকৃতি দেবতা নিজের হাতে ঢেলে সাজিয়েছেন। সুইজারল্যান্ডের এমনই একটি ছোট্ট গ্রাম আলবিনেন। নিয়ম অনুযায়ী এই গ্রামের ৪৫ বছরের কম বয়সী যুবকদের ২০ লক্ষ টাকা এবং শিশুদের ৮ লক্ষ টাকা দেয় এখানকার সরকার। তবে শর্ত একটাই। তার জন্য এখানে কমপক্ষে ১০ বছর থাকতে হবে।
অ্যান্টিকিথেরা:
অ্যান্টিকিথেরা একটি গ্রীক দ্বীপ যেখানে জনসংখ্যা বাড়ানোর চেষ্টা হচ্ছে। সরকার এই দ্বীপে থাকার জন্য সারা বিশ্বের মানুষকে স্বাগত জানাচ্ছে। এই দ্বীপে বসবাসকারী একজন ব্যক্তিকে প্রথম ৩ বছরের জন্য মাসিক প্রায় ৪৫ হাজার টাকা দেওয়া হয়। তাদের জমি বা বাসস্থানও দেওয়া হবে বিনামূল্যেও।
আরও পড়ুন: জমিদারি স্টাইলে কাটিয়ে ফেলুন উইকেন্ড, কলকাতা থেকে ৪ ঘন্টা দূরত্বে আছে বাংলার এই রাজবাড়ী
পোঙ্গা:
উত্তর স্পেনের একটি পাহাড়ি গ্রাম হল পোঙ্গা। নবদম্পতিদের বসতি স্থাপনের জন্য একাধিক ধরনের স্কিম রয়েছে পোঙ্গায়। এখানে গেলে নব-দম্পতিদের প্রায় ৩ লক্ষ টাকা করে দেওয়া হয়। সেখানে তাঁদের সন্তান হলে তাঁদের আরও ৩ লক্ষ টাকা দেওয়া হয়।