Earn Upto Rs 5 Lakh with Post Office Monthly Income Scheme

Partha

বউ থাকলেই চওড়া কপাল! পোস্ট অফিসের এই স্কিমে টাকা লাগালেই মিলবে ৫ লাখ, আপনি জানেন?

নিউজশর্ট ডেস্কঃ ছোট থেকে বড় ভবিষ্যতের কথা ভেবে সঞ্চয় (Savings) সকলেই করতে চান। তবে এক্ষত্রে একটা বিস্বস্ত প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য স্কীমেই ইনভেস্ট করা উচিত। তাহলে একদিকে যেমন টাকা বৃদ্ধির গ্যারেন্টি পাওয়া যায় তেমনি ভরসাও থাকে। এমনই এক বিনিয়োগের সম্পর্কে আজ জানাবো আপনাদের। তবে এই স্কীমে টাকা লাগানোর ক্ষেত্রে আপনি যদি বিবাহিত হন তাহলে সুবিধা ডাবল হয়ে যাবে। কিভাবে? চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।

   

ভারত সরকারের পোস্ট অফিস একসময় চিঠির আদান প্রদান করলেও বর্তমানে ব্যাঙ্কিং থেকেই শুরু করে দুর্দান্ত সমস্ত ইনভেস্টমেন্ট স্কিম অফার করে। আর পাঁচটা ব্যাঙ্কের থেকে অনেকক্ষেত্রে বেশি সুদ পাওয়া যায় সঞ্চয়ী প্রকল্পগুলিতে। তাই অনেকেই পোস্ট অফিসে টাকা রাখতে আগ্রহী। আর আজ যে প্রকল্পের কথা বল সেটা হল পোস্ট অফিসের মাসিক ইনকাম স্কিম (Post Office Monthly Income Scheme)

পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিম

পোস্ট অফিসের এই প্রকল্পে টাকা বিনিয়োগ করলে প্রতিমাসে একটা ভালো সুদ পাওয়া যাবে। যেটা আপনার দ্বিতীয় আয়ের রাস্তা খুলে দেবে। তবে আপনি একা টাকা রাখলে যা ইনকাম হবে, যদি স্ত্রীর সাথে যৌথ অ্যাকাউন্ট খুলে রাখেন তাহলে তা ডাবল হয়ে যাবে। কিভাবে জানতে ইচ্ছা করছে নিশ্চই?

Post Office Monthly Income Scheme

আরও পড়ুনঃ কোন ব্যাঙ্কে এক বছরের FD করলে সবথেকে বেশি লাভবান হবেন? দেখুন সমস্ত ব্যাঙ্কের সুদের তালিকা

আসলে পোস্ট অফিসের এই প্রকল্পে সিঙ্গেল হোল্ডাররা ৯ লক্ষ টাকা পর্যন্ত রাখতে পারেন। যাতে ৭.৪ শতাংশ হারে সুদ পাওয়া যায়। তবে যদি স্ত্রীর সাথে জয়েন্ট অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা রাখা যেতে পারে। অর্থাৎ একার ক্ষেত্রে বছরে ৬৬,৬০০ টাকা বা মাসে ৫৫০০ টাকা আর জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে বছরে ১,১১,০০০ টাকা ও প্রতিমাসে ৯,২৫০ টাকা পাওয়া যাবে।

এভাবে যদি আপনি ৫ বছরের জন্য মান্থলি ইনকাম স্কীমে টাকা লাগান তাহলে মাত্র পাঁচ বছরেই ৫ লক্ষ ৫৫ হাজার টাকা পাওয়া যাবে। আর যদি সিঙ্গেল অ্যাকাউন্ট হয় তাহলে ৫ বছরে ৩ লক্ষ ৩৩ হাজার টাকা পাওয়া যাবে। আর পাঁচ বছর পর আপনি আপনার মূলধন ফেরতও পেয়ে যাবেন। তাই আপনিও যদি চান এই প্রকল্পে বিনিয়োগ করতে পারেন।

কিভাবে পোস্ট অফিসের MIS করতে হবে?

আপনি যদি পোস্ট অফিসের মান্থলি ইনকাল স্কিমে বিনিয়োগ করতে চান তাহলে নিকটবর্তী পোস্ট অফিসে চলে যান। এরপর সেখান থেকে ফর্ম ফিলাপ করে টাকা জমা দিয়ে এই স্কিমে টাকা লাগাতে পারেন। তবে এর জন্য কিছু ডকুমেন্টস লাগবে, সেগুলি হল নিম্নরুপঃ

  1. আঁধার কার্ড
  2. প্যান কার্ড
  3. পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট
  4. একটি চালু মোবাইল নাম্বার