Business Idea

Business Idea: সারাবছর বিরাট চাহিদা! সরকারি অনুদানের এই ব্যবসা থেকেই আয় করুন মোটা টাকা

নিউজ শর্ট ডেস্ক: আমাদের দেশে বছরভর মুরগির মাংস আর ডিমের চাহিদা থাকে ব্যাপক। তাই যদি কেউ এই চাহিদারকথা মাথায় রেখেই  কেউ যদি  পোলট্রি  ফার্মের (Poultry Farm) ব্যবসা (Business) শুরু করতে চান তাহলে তার জন্য রয়েছে এক সুবর্ন সুযোগ।আসলে মুরগি পালনের প্রসার ঘটানোর জন্য বিহার সরকারের তরফ থেকে মুর্গীপালন উন্নয়ন পরিকল্পনা (বিত্তীয় বছর ২০২৩-২৪)-এর অধীনে ৩ হাজার  ক্ষমতা সম্পন্ন ব্রায়লার মুর্গী ফার্মকে সবসিডি দিচ্ছে।

‘আগে আসলে আগে পাওয়া যাবে’ -এই নীতিতে প্রশিক্ষণকে প্রাধান্যতা দেওয়া হবে। সরকারি স্বীকৃতি প্রাপ্ত সংস্থাগুলি থেকে মুরগি পালনের  প্রশিক্ষণের জন্য বিশেষ প্রমাণ পত্র বিশেষ মান্যতা পাবে।

অনলাইন অ্যাপ্লিকেশন এবং প্রয়োজনীয় নথি

যদি কেউ ‘পোলট্রি  ফার্ম পরিকল্পনা ২০২৪’ এর সুবিধা পেতে  চান তাহলে তার জন্য তাকে অনলাইনে আবেদন করতে হবে। এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য খুব তাড়াতাড়ি বিজ্ঞাপন জারি করা হবে। তবে মনে রাখতে হবে বিজ্ঞাপন জারি হওয়ার শুধুমাত্র ২১  দিনের মধ্যে অনলাইনে আবেদন করা যাবে।

ব্যবসায়িক বুদ্ধি,Business Idea,পোল্ট্রি ফার্মের ব্যবসা,Poultry Farm Business,সরকারি সাহায্য,Government Help,ব্যবসা,Business,বিরাট আয়,Huge Income,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

অর্থাৎ বোঝাই যাচ্ছে অনলাইনে আবেদনের জন্য শুধুমাত্র ২১ দিনই দেওয়া হবে। অনলাইন অ্যাপ্লিকেশনের সাথে প্রয়োজনীয় ডকুমেন্ট দেওয়াও জরুরি।

আরও পড়ুন: এয়ারটেলের জবরদস্ত প্ল্যান, ২০০ টাকার কমে মিলবে প্রচুর ডেটা সঙ্গে ফ্রি কলিং

যার মধ্যে অন্যতম যেমন- ভাড়ার রসিদ/এলপিসি গ্যাস কপি, লিজ এগ্রিমেন্ট, নজরী নকশা, পাসবুক, এফডি, সরকারী প্রতিষ্ঠান থেকে পোল্ট্রি প্রশিক্ষণের প্রমাণপত্র, জাতির প্রমাণপত্র, ছবি,আধার,পরিচয়পত্র, প্যান কার্ড এবং রেসিনডেন্সিয়াল সার্টিফিকেট। এই সমস্ত ডকুমেন্ট  সমেত-ই  আবেদন জানাতে হবে।

Avatar

anita

X