Ration Card

Ration Card: লাইনে দাঁড়ানোর দিন শেষ! এবার বাড়ি বসেই ভুল সংশোধন করুন রেশন কার্ডের, এভাবে নিন ফায়দা 

নিউজ শর্ট ডেস্ক: ডিজিটাল ইন্ডিয়ার যুগে এখন অনেক কাজই হয়ে উঠেছে সহজ। তাই বাড়ি বসেই অনলাইনে (Online) সেরে ফেলা যায় অনেক জরুরি কাজ। আজকাল আধার কার্ড থেকে শুরু করে, প্যান কার্ড এমনকী রেশন কার্ডেরও (Ration Card) নানান ভুলভ্রান্তি আপডেট করা যায় অনলাইনে। রেশন কার্ডে কোনও ভুল থাকলে তাতে রেশন পেতে বেশ সমস্যা হয়। আর এখন তো বাড়ি বসেই বিনামূল্যে খুব সহজে রেশন কার্ড সংশোধন (Correction) করে নেওয়া যায় আসুন দেখে নেওয়া যাক বাড়ি  বসেই কীভাবে রেশন কার্ডের ভুল ত্রুটি সংশোধন করা যেতে পারে।

কি কি লাগবে?

রেশন কার্ড,আধার কার্ড সহ অন্যান্য পরিচয়পত্র (যেমন- ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, ভোটার আইডি)

অনলাইনে রেশন কার্ড আপডেট করার পদ্ধতি: 

প্রথমে খাদ্য ও সরবরাহ বিভাগের ওয়েবসাইট https://epds.nic.in/-এ যেতে হবে,

এরপর হোম পেজ থেকেই “Ration Card Correction” অপশনে ক্লিক করতে হবে,

নতুন পেজ খুললে সেখানে রেশন কার্ড নম্বর এবং আধার কার্ড নম্বর লিখতে হবে,

অনলাইন,Online,রেশন কার্ড,Ration Card,সংশোধন,Correction,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

এরপর  “Search”-অপশনে  ক্লিক করলেই রেশন কার্ডের যাবতীয় তথ্য স্ক্রিনে চলে আসবে,

এবার এখানেই যেসমস্ত তথ্য ভুল রয়েছে তা আপডেট করে ঠিক করে নিতে হবে,

সমস্ত তথ্য আপডেট করার পর  “Submit”- অপশনে ক্লিক করতে হবে।

আরও পড়ুন: কমলালেবুর পায়েস খেয়েছেন কখনও! শীতে এই রেসিপি বানালে মুখে লেগে থাকবে

অনলাইনে করা আবেদনের স্ট্যাটাস চেক করুন

রেশন কার্ডে তথ্য পরিবর্তনের কাজটা আদৌ সঠিকভাবে হল কি না, তা অনলাইনেই চেক করা যাবে। তার জন্য প্রথমে খাদ্য ও সরবরাহ বিভাগের ওয়েবসাইট https://epds.nic.in/-এ যেতে হবে। এরপর সেখান থেকেই “Application Status” অপশনে যেতে হবে। এরপর রেশন কার্ড নম্বর এবং আধার কার্ড নম্বর লিখে “Search”-করতে হবে। এইভাবেই রেশন কার্ডের ডেটা আপডেট হয়েছে কি না তা জানা যাবে।

অনলাইন,Online,রেশন কার্ড,Ration Card,সংশোধন,Correction,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

কত টাকা লাগবে?

বিনামূল্যেই রেশন কার্ডে নাম, ঠিকানা কিংবা জন্মতারিখের মতো তথ্য আপডেট করা যায়।

Avatar

anita

X