Arijit

ইনিংস ও ৭৬ রানে ভারতকে হারিয়ে সমতায় ফিরল ইংল্যান্ড, লজ্জার রেকর্ড কোহলিদের

ইংল্যান্ডের লিডসে তৃতীয় টেস্টে মুখোমুখি হয়েছিল ভারত এবং ইংল্যান্ড। এই টেস্টে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। আর তারপর থেকেই একের পর এক বিপত্তি। প্রথমে ব্যাটিং করতে নেমে ভারতের প্রথম ইনিংস শেষ হয়ে যায় মাত্র 78 রানে। প্রথম ইনিংসে ইংল্যান্ডের বোলারদের সামনে কোন ভারতীয় ব্যাটসম্যান কার্যত মাথা তুলে দাঁড়াতেই পারেন নি।

   

ভারতের 78 রানের জবাবে ব্যাটিং করতে নেমে জো রুটের দুরন্ত সেঞ্চুরির উপর ভর করে প্রথম ইনিংসে 432 রানের পাহাড় গড়ে ইংল্যান্ড। প্রথম ইনিংসেই 374 রানের লিড নিয়ে নেয় ইংল্যান্ড। যার ফলে চাপে পড়ে যায় ভারত।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার কে এল রাহুলকে হারলেও ম্যাচের হাল ধরেন রোহিত-পূজারা জুটি। রোহিত আউট হওয়ার পর একটা ভালো পার্টনারশিপ গড়েছিলেন বিরাট-পুজারা। তবে চতুর্থ দিনের শুরুতে পুজারা আউট হওয়ার পরেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের ব্যাটিং লাইনআপ। মাত্র 278 রানেই শেষ হয়ে যায় ভারতের দ্বিতীয় ইনিংস। এরফলে ইনিংস এবং 76 রানের বিশাল ব্যবধানে তৃতীয় টেস্টে ভারতকে হারিয়ে সিরিজে সমতায় ফিরলো ইংল্যান্ড। দুর্দান্ত বোলিং করে ম্যাচের সেরা হয়েছেন ওলি রবিনসন।