Jio

Jio: ২০ টির বেশি OTT চ্যানেল, হাইস্পিড ডেটা, Jio-র থেকে সস্তায় রিচার্জ প্ল্যান নিয়ে আসছে এই সংস্থা!

নিউজশর্ট ডেস্কঃ বর্তমান সময়ে ইন্টারনেট ছাড়া এক মুহূর্তও চলে না সাধারণ মানুষের। আর এই ইন্টারনেটের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের ভিডিও, ওটিটি প্লাটফর্মে সিনেমা ইত্যাদি বিনোদনমূলক জিনিস উপভোগ করা যায়। আর তাই গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে অনেক বেশি লোভনীয় ইন্টারনেট প্যাকেজ নিয়ে আসে টেলিকম সংস্থাগুলো।

এই প্যাকেজগুলোতে আপনি Netflix, Amazon Prime, Disney Hotstar-এর মত ওটিটি প্লাটফর্ম পেয়ে যাবেন। তবে মোবাইলে রিচার্জ প্ল্যান ছাড়াও এখন ব্রডব্যান্ড পরিষেবা ও আরো উন্নত করা হচ্ছে। বিভিন্ন রকমের টেলিকম সংস্থাগুলো উন্নত প্যাকেজ নিয়ে আসছে।

Excitel টিভি প্ল্যান: এক্ষেত্রে এই এক্সাইটেল সম্প্রতি একটি নতুন প্ল্যান লঞ্চ করেছে। যেখানে রয়েছে ১০০ MBPS WiFi, ২১ OTT প্ল্যাটফর্ম, ৫৫০+লাইভ টিভি চ্যানেল, এই প্ল্যানের দাম শুরু হচ্ছে ৭৩৪ টাকা থেকে।

Excitel

আরও পড়ুন:  Jio: ২ বছর লাগবে না রিচার্জ! স্টারলিঙ্কের এক চালে ব্যাকফুটে Jio-Vi-Airtel

Jio ফাইবার প্ল্যান: এই প্ল্যানটিতে আপনি ১০০ এমবিপিএস গতিতে ইন্টারনেট পেয়ে যাবেন। এর সঙ্গেই ৫৫০ টির বেশি লাইভ টিভি চ্যানেল পাবেন। আর পেয়ে যাবেন ১৩ টি ওটিটি অ্যাপ। এই প্ল্যানগুলোর জন্য আপনার খরচ করতে হবে ৮৯৯ টাকা। এর সাথে রয়েছে জিএসটি।

Jio

Airtel প্ল্যান: এই প্ল্যানে ২০০ এমবিপিএস পর্যন্ত গতিতে ইন্টারনেট পাওয়া যাবে। এর সাথেই ১২ টি ওটিটি অ্যাপের সুবিধা মিলবে। আর ৩৫০ টির বেশি লাইভ টিভি চ্যানেল পাবেন। এক্ষেত্রে আপনাকে খরচ করতে হবে ১০৯৯ টাকা আর তার সাথে থাকবে জিএসটি।

Papiya Paul

X