নিউজ শর্ট ডেস্ক: কম বাজেটের মধ্যে হাই স্পিড ( High speed) ব্রডব্যান্ড কানেকশন চান সকলেই। তাই এবার গ্রাহকদের জন্য এমনই একটি কম বাজেটের হাই স্পিড ব্রডব্যান্ড রিচার্জ প্ল্যান (Recharge Plan) নিয়ে এসেছে এক্সাইটেল (Excitel)। যার মাধ্যমে ৪০০ এমবিপিএস ইন্টারনেট স্পিড পাওয়া যাবে মাত্র ৭৫০ টাকায়, তও আবার এক বছরের জন্য। বিশ্বাস না হলেও এটাই সত্যি। এবার এক্সাইটেলের তরফে গ্রাহকদের জন্য এমনই একটি দুর্দান্ত রিচার্জ প্ল্যান আনা হয়েছে।
এই প্ল্যানে গ্রাহকরা শুধুমাত্র হাই স্পিড ইন্টারনেটই পাচ্ছেন না, সেইসাথে পেয়ে যাবেন একাধিক টিভি চ্যানেল আর ২০ টিরও বেশি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন একেবারে বিনামূল্যে। আসুন এই প্ল্যানের ব্যাপারে বিস্তারিত জানা যাক। এক্সাইটেলের ৪০০ এমবিপিএস ইন্টারনেট স্পিডের এই অভিনব ব্রডব্যান্ড, এই প্ল্যানে তিন মাস ছয় মাস অথবা বারো মাসের জন্য রিচার্জ করা যেতে পারে।
গ্রাহকদের জানার জন্য বলে রাখি এই প্ল্যান তিন মাসের জন্য রিচার্জ করলে ১১৫৯ টাকা দিতে হয়। সেখানে কেউ যদি এই একই প্লান ছয় মাসের জন্য রিচার্জ করেন তাহলে তাকে দিতে হবে ৮০৯ টাকা। কিন্তু কেউ যদি এই প্ল্যান দীর্ঘ সময়ের জন্য অর্থাৎ টানা ১ বছরের জন্য রিচার্জ করতে চান তাহলে তার লাভ-ই-লাভ। কারণ সে ক্ষেত্রে তাকে দিতে হবে মাত্র ৭৩৪ টাকা।
যা অন্য কোন কোম্পানিতে পাওয়া যাবে না। তাছাড়া হিসাব করে দেখলে বোঝা যাবে, এক বছরের জন্য ৭৩৪ টাকার এই ব্রডব্যান্ড প্ল্যান অন্য যে কোন কোম্পানির থেকে অনেক কম। এখানে বলে রাখি উপরে উল্লেখ করা সমস্ত প্ল্যানের সাথে কিন্তু জিএসটি চার্জ যোগ করা হয়নি। তাই মনে রাখতে হবে এই ব্রডব্যান্ড প্ল্যানের মূল রিচার্জ প্লানের সাথে আঠারো শতাংশ জিএসটিও যুক্ত করা হবে।
আরও পড়ুন: সপ্তাহে মাত্র একদিন খুলুন দোকান, এই ব্যবসা করে মাসে মাসে আয় লাখ টাকা
এই প্ল্যানের সাথে ফ্রিতেই পাওয়া যাবে ২১ টি ওটিটি প্ল্যাটফর্ম এর সাবস্ক্রিপশন। এক্সাইটেলের এই রিচার্জ প্ল্যানে অ্যাডিশনাল বেনিফিট হিসাবে ফ্রিতে টিভি চ্যানেল আর ওডিটি প্লাটফর্ম-এর সাবস্ক্রিপশন পাওয়া যায়। কোম্পানির ওয়েবসাইট অনুসারে এই প্ল্যানে ৩৭টি প্রিমিয়াম কেবল টিভি চ্যানেল যেমন স্টার প্লাস,সনি টিভি,কালারস,ডিসকভারি,এমটিভি, আর কার্টুন নেটওয়ার্ক-এর মত ৩০০ FTA চ্যানেল রয়েছে।
এছাড়াও গ্রাহকরা বিনামূল্যে পাবেন ২১ টি ওটিটি প্ল্যাটফর্মের সুবিধা। এর মধ্যে রয়েছে ডিজনি প্লাস হটস্টার, সনি লিভ,জি ফাইভ অল্ট বালাজি, সান নেক্সট এবং আহা টিভি। সবচেয়ে মজার ব্যাপার এই কোম্পানি গ্রাহকদের বিনামূল্যে ইনস্টলেশন এবং সীমাহীন ডেটার মতো সুবিধা দিয়ে থাকে। তবে সবশেষে বলে রাখি এই এক্সাইটেলের ব্রডব্যান্ড কানেকশন নেওয়ার আগে মনে রাখতে হবে যে এই পরিষেবা সমগ্র ভারতে ভারতবর্ষে উপলব্ধ নেই। তাই এই প্ল্যান রিচার্জ করার আগে নিশ্চিত করে নেবেন যে এই পরিষেবা আপনার এলাকায় প্রযোজ্য রয়েছে কিনা।