Express Train Tickets Price Increased by Bangladesh Railways for 3 trains from upcoming 15th June

Indian Railway: গোঁদের উপর বিষফোঁড়া, আবারও ভাড়া বাড়াচ্ছে রেল! চাপ সেই আমজনতার উপরেই

দ্রব্যমূল্য বৃদ্ধির পাশাপাশি সময়ের সময়ে ভারতীয় রেলের (Indian Railway) তরফ থেকে ট্রেনের ভাড়াও বৃদ্ধি করা হয়। ট্রেনের ভাড়া বাড়লে তার সোজা প্রভাব পড়ে আমজনতা বা যাত্রীদের উপরেই। সম্প্রতি এক ধাক্কায় বেশকিছু এক্সপ্রেস ট্রেনের ভাড়া (Express Train Fare) বাড়িয়ে দিল রেল। কোন কোন ট্রেন গুলির ভাড়া বাড়ল চলুন দেখে নেওয়া যাক।

বাংলাদেশ (Bangladesh) থেকে এদেশে আসার তিনটি এক্সপ্রেস ট্রেনের ভাড়া বৃদ্ধি করা হয়েছে। এ ট্রেন গুলির গন্তব্য কলকাতা ও শিলিগুড়ি। মৈত্রী এক্সপ্রেস (Maitri Express), বন্ধন এক্সপ্রেস (Bandhan Express)মিতালী এক্সপ্রেস (Mitali Express) এই তিন আন্তর্জাতিক ট্রেনের ভাড়া বাড়িয়ে দেওয়া হয়েছে। যার কারণ হিসেবে মূলত উঠে আসছে ডলারের মূল্য বৃদ্ধি।

গতকাল অর্থাৎ চারটা জুন বাংলাদেশ রেলওয়ের (Bangladesh Railway) তরফ থেকে এই ভাড়া বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তা অনুযায়ী আগামী ১৫ই জুন থেকে বর্ধিত ভাড়া দিতে হবে যাত্রীদের। কিন্তু কত টাকা বাড়লো ভাড়া?

Maitri Express Mitali Express Bandhan Express Fare increased

আরও পড়ুনঃ ভোট মিটতেই সুখবর! টানা ছুটি পাবেন সরকারি কর্মীরা, রইল পশ্চিমবঙ্গ সরকারের ভ্যাকেশন লিস্ট

এতদিন কলকাতা থেকে ঢাকা আসতে গেলে মৈত্রী এক্সপ্রেস এ এ সি সিটের জন্য ভাড়া গুনতে হতো ৪ হাজার ৯০০ টাকা। কিন্তু এবার সেটা বেড়ে হয়ে দাঁড়ালো পাঁচ হাজার একশো দশ টাকা অর্থাৎ এক ধাক্কায় ২১০ টাকা বাড়ল মৈত্রী এক্সপ্রেসের টিকিটের দাম। একইভাবে এসি চেয়ারপার এর ক্ষেত্রেও 140 টাকা দাম বাড়ানো হয়েছ, যার ফলে ১৫ ই জুন থেকে ভাড়া গুনতে হবে ৩৭৪০ টাকা।

বাংলাদেশ থেকে ভারতবর্ষে বা ঢাকা থেকে কলকাতায় আসা আরেকটি ট্রেন হল বন্ধন এক্সপ্রেস। এই ট্রেনের ভাড়াও বাড়িয়ে দেওয়া হয়েছে। এসি চেয়ার কারের ক্ষেত্রে ৭০ টাকা ও স্লিপারের ক্ষেত্রে ১০৫ টাকা ভাড়া বেড়েছে। অর্থাৎ এসি চেয়ার কারের নতুন ভাড়া ২৩৭০ টাকা ও স্লিপার এর ভাড়া ৩০৫৫ টাকা।

এছাড়াও ঢাকা থেকে উত্তরবঙ্গগামী মিতালী এক্সপ্রেস এর ভাড়াও বেড়েছে অনেকটাই। এসি চেয়ার কারের ক্ষেত্রে ১৫৫ টাকা ও এসি বার্থ এর ক্ষেত্রে ৩০৫ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X