নিউজশর্ট ডেস্ক: বর্তমান সময়ে ফেসবুক(Facebook) ব্যবহার করেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। তবে শুধুমাত্র বিনোদনের জন্য নয়, ফেসবুক থেকে আপনি মোটা টাকা রোজগার করতেও পারবেন। এই মুহূর্তে ডিজিটাল মার্কেটিং একটি বড় ব্যবসায় পরিণত হয়েছে।
সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন প্লাটফর্মে এই ডিজিটাল মার্কেটিং-এর মাধ্যমে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা রোজগার করা যাচ্ছে। আপনিও যদি এভাবে টাকা আয় করতে চান তাহলে ডিজিটাল মার্কেটিং শিখে নিতে পারেন। কিভাবে ফেসবুক থেকে টাকা উপার্জন করা হয় আজকের এই প্রতিবেদনে সে সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো।
ফেসবুক থেকে টাকা উপার্জন করার পাঁচটি সহজ উপায়-
১) ফেসবুক গ্রুপ তৈরি করে অর্থ উপার্জন: আপনি যে কোন গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে ফেসবুকে একটি গ্রুপ তৈরি করতে পারেন। এখানে প্রচুর পরিমাণে ফলোয়ার পাওয়া যাবে। এভাবে আপনি প্রচার বাড়াতে পারেন। এই গ্রুপ তৈরি করে ফেসবুক থেকে প্রচুর অর্থ উপার্জন করা যায়।
আরও পড়ুন: WhatsApp: সাবধান, একটা ভুলেই হতে পারে জেল! আরও কড়া হল হোয়াটসঅ্যাপ পরিষেবা
২) ফেসবুক পেজ থেকে অর্থ উপার্জন: ফেসবুকে যদি একটি পেজ তৈরি করা যায়, সেখান থেকেও ভালো অর্থ উপার্জন করা যায়। পেজ তৈরি করে সেই পেজের সংশ্লিষ্ট সমস্ত সামগ্রী যুক্ত করতে হবে। আপনার যত বেশি ফলোয়ার হবে তত বেশি প্রচার করতে পারবেন এবং অর্থ উপার্জন হবে।
৩) ফেসবুকে রিল তৈরি করে অর্থ উপার্জন: ফেসবুকে মোবাইলের মাধ্যমে ভিডিও বানিয়ে সেই রিল আপলোড করতে পারেন। এই রিলগুলো খুব দ্রুত ভাইরাল হয়ে যায়। আপনার যদি ৫ হাজারের বেশি ফলোয়ার থাকে এবং দিনে ৬০ হাজার মিনিট সেই ভিডিও দেখা হয় তাহলে আপনার একাউন্টে মোটা টাকা রোজগার হবে।
৪) ফেসবুক মার্কেটিং থেকে টাকা উপার্জন: ফেসবুকে প্রচুর ট্রাফিক রয়েছে যেখানে আপনি পণ্য বিক্রি করে কমিশন পেতে পারেন এর মাধ্যমে প্রচুর অর্থ উপার্জন করতে পারেন। এর জন্য আপনাকে Facebook AdSense ব্যবহার করতে হবে। সাহায্যে আপনার পণ্য যতটা সম্ভব মানুষের কাছে পৌঁছে দিতে পারবে।
৫) ফেসবুক ফ্রিল্যান্সিং করে টাকা উপার্জন করা: ফেসবুকে ফ্রিল্যান্সিং-এর মাধ্যমে মোটা টাকা উপার্জন করা যায়। এর জন্য আপনার যদি ডিজিটাল স্কেল থাকে বা আপনার কাছে এমন লোক রয়েছে যিনি এই কাজটি করতে পারেন যেমন কনটেন্ট রাইটিং, গ্রাফিক ডিজাইনিং, ভিডিও এডিটিং, শুটিং তাহলে পেজের মাধ্যমে সে সমস্ত মানুষের সঙ্গে যোগাযোগ করে কাজে নিতে পারেন এই কাজ থেকে মোটা টাকা রোজগার করা যায়।