Koushik Dutta

‘রাজ্যের ব্যর্থতায়’ ভাঙল দুর্গাপুর ব্যারেজের লকগেট, বন্যার আশঙ্কা পশ্চিম বর্ধমানের বিভিন্ন এলাকায়

বছর তিনেক আগে ভেঙেছিল ১ নম্বর লকগেট। এবার গেল ৩১ নম্বর গেট। ব্যারেজে জমানো জল হু হু বেরিয়ে যাচ্ছে ওই ভাঙা অংশ দিয়ে। স্বভাবতই স্থানীয়রা স্বভাবতই আশংকা করছেন বন্যার। বৃষ্টি ছাড়াই বন্যার আশংকা। পরিস্থিতি এতোটাই খারাপ যে জোড়াতালি দিয়েও প্রাথমিকভাবে মেরামত করা যাবে না গেটটি। বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকারের মতে, রাজ্যের ব্যর্থতায় এই বিপত্তি।