Tollywood,Actress,Entertainment,Airhostess,Roshni Tanwi Bhattacharya,Gossip,টলিউড,অভিনেত্রী,বিনোদন,এয়ারহোস্টেস

Moumita

মাত্র দেড় মাসেই শেষ বিমানসেবিকা হওয়ার শখ! আবারও টলিপাড়াতেই ফিরলেন অভিনেত্রী রোশনি

টলি অভিনেত্রী থেকে সোজা বিমানসেবিকা হওয়ার জন্য পাড়ি দিয়েছিলেন টলি সুন্দরী রোশনি তন্বী ভট্টাচার্য। সাল ২০১৮ তে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘হৃদয় হরণ বি.এ পাশ’এর হাত ধরে অভিনয় জগতে অভিষেক হয়েছিলো তার। চার বছর আগের এই ধারাবাহিক বেশ‌ জনপ্রিয়তা কুড়িয়েছিলো দর্শকমহলে। এরপরই তাকে দেখা যায় স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘ফেলনা’তে। সিরিয়ালে যথেষ্ট সুনাম কুড়োলেও ইন্ডাস্ট্রিতে মন টেকেনি তার। অভিনয় জগতকে বিদায় জানিয়ে পাড়ি দিয়েছিলেন মুম্বই বিমানসেবিকা হওয়ার উদ্দেশ্যে। তবে হঠাৎ কী এমন হলো যে মাত্র দেড় মাসের মাথাতেই আবার ফিরলেন টলিপাড়ায়।

   

‘হৃদয় হরণ বি.এ পাশ’ এবং ‘ফেলনা’ দুটো ধারাবাহিকেই রোশনির অভিনয় ব্যাপক প্রশংসিত হয়েছিলো দর্শকমহলে। তবে এরপরই হঠাৎ করেই ইন্ডাস্ট্রি থেকে উধাও হয়ে যান তিনি। জানা গেছে, ভিন্ন ধরনের শখ রয়েছে এই অভিনেত্রীর। আর তাই অভিনেত্রী থেকে পেশা বদলে বিমানসেবিকা হওয়ার ভূত চাপে তার মাথায়। সেই মতো মুম্বইয়ের উদ্দেশ্যে পাড়িও জমান তিনি। কিন্তু শখ বেশিদিন টিকলোনা। দেয় মাসের মাথাতেই হাঁফিয়ে ওঠেন প্রশিক্ষণ কেন্দ্রের নিয়ম শৃঙ্খলার বেড়াজালে।

মাত্র দেড় মাসের মাথাতেই ব্যাক টু প্যাভিলিয়ন। গত মঙ্গলবারই তার নতুন ধারাবাহিকের ঝলক দেখা গেলো ছোটো পর্দায়। এবার রোশনির দেখা মিলবে সরকার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘মন ফাগুন’এ একটি অতিথি চরিত্রে। ধারাবাহিকে রোশনির স্ক্রিন নেম নেত্রী। তবে রোশনি মানেই কিছু হটকে করবে সেটাই স্বাভাবিক। সুন্দরবনের আদিবাসী মেয়ের রূপে পর্দায় পা রাখছেন তিনি। তার কথাবার্তায় বাঙাল টান আর সম্পূর্ণ ভিন্ন ধরনের সাজ পোশাকে বেশ মজেছেন দর্শকমহল।

দেখা যাচ্ছে, একটি মন্দিরে প্রার্থনা করছে নেত্রী। ছোটোবেলার হারিয়ে যাওয়া ভালোবাসার মানুষকে খুঁজে বেড়াচ্ছে সে। তবে তার এই পেশাবদলের কথা জিজ্ঞেস করলে অভিনেত্রী জানান, ইন্ডাস্ট্রির উপর কোনো রাগ নয়, স্বাদ বদলের কারণেই অভিনয় ছেড়েছিলেন তিনি। তবে দেড় মাসেই বুঝে গেছেন তার জন্য অভিনয়ই ঠিক আছে। বিমানসেবিকা হওয়া তার কম্মো নয়, তাছাড়াও ইন্ডাস্ট্রি থেকে একাধিক প্রোজেক্টের ডাক আসায় আর দূরে থাকতে পারলেন না ‘লাইট ক্যামেরা অ্যাকশন’ থেকে।