হিট আর ফ্লপের চেনা গতে বাঁধা বলিউড। কোনও ছবি দর্শকদের মনে এতোটাই গেঁথে যায় যে, কোটি কোটি টাকার ব্যবসা করে ফেলে বক্স অফিসে। কোনও ছবি আবার ফ্লপ হয়ে তলিয়ে যায় অতলে। প্রত্যেক সপ্তাহে নিয়ম করে নতুন নতুন ছবির রিলিজ। একটা-দুটো নয়। এক্কেবারে একমুঠো ছবি। এরই মাঝে এমন কিছু ছবিও আছে যেগুলি সাড়ম্বরে তৈরি তো হয়েছিলো কিন্তু কখোনোই প্রেক্ষাগৃহের মুখ দর্শন করেনি। আজ এমন কিছু ছবির খোঁজ করবো যেগুলি তৈরি হলেও রিলিজ করা হয়নি।
১) রণক্ষেত্র:- ১৯৯১ সালে মুক্তিপ্রাপ্ত ‘হাম আপকে হ্যায় কৌন’ ছবির নজরকাড়া সাফল্যের পর সুরজ বরজাতিয়া সালমান-ভাগশ্রী জুটিকে আবারও দর্শকদের সামনে উপস্থাপিত করতে চেয়েছিলেন। সেইমতো চিত্রনাট্যও তৈরি করে ছবির শুটিংও শুরু হয়ে গেছিলো। ঘটনাচক্রে এর মধ্যেই অভিনেত্রী ভাগ্যশ্রী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে পড়েন যার কারণে ছবির শুটিং আটকে যায় এবং ছবিটি আজ পর্যন্ত মুক্তি পায়নি।
২) দশ:- বলিউডের অন্যতম খ্যাতনামা পরিচালক মুকুন্দ আনন্দ পরিচালিত ছবি দশ। একটি বড় দুর্ঘটনার কারণে এই ছবির মুক্তির তারিখ স্থগিত করা হয়। জানা যায় ছবিটির প্রায় এক তৃতীয়াংশ শ্যুট হয়ে গেছিলো কিন্তু তারপরই ঘটে যায় অঘটন। একটি শ্যুট চলাকালীন ছবির পরিচালক মুকুন্দ আনন্দ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ছবিটি আজও ইতিহাসের পাতায় লিপিবদ্ধ থাকলেও কখনও প্রেক্ষাগৃহে আসতে পারেনি। প্রসঙ্গত মুকুন্দ আনন্দ ত্রিমূর্তি, অগ্নিপথের মতো সুপারহিট ছবি পরিচালনা করেছেন।
২) চোরি মেরা নাম:- সেই সময়ের অনেক বড় তারকা এই ছবিতে কাজ করছিলেন, মিডিয়া রিপোর্ট অনুসারে, সুনীল শেঠি, শিল্পা শেঠি এবং কাজলের মতো অভিনেত্রীদের এই ছবিতে কাস্ট করা হয়েছিলো কিন্তু কোনো অজানা কারণে এই ছবির শুটিং বন্ধ হয়ে যায়। তারপর আজ পর্যন্ত প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি ছবিটি।
৩) রাম:- এর আগেও বহু ছবিতেই একসাথে দেখা গেছে সালমান এবং তার ভাই আরাবজকে। যার মধ্যে উল্লেখযোগ্য হলো হ্যালো ব্রাদার, পেয়ার কিয়া তো ডরনা কেয়ার মতো ছবি। কিন্তু খুব কম মানুষই জানেন যে রাম নামে আরও একটি ছবিতে একসাথে কাজ করেছিলেন এই দুই তারকা। কিন্তু কোনও কারণবশত আজও মুক্তি পায়নি এই ছবি। এই অজানা তথ্য আজও বি টাউনের চর্চার বিষয়।
৪) আঁখ মিচোলি: জানা যায় এই ছবির কিছু আগেই সালমান খান জুড়বা ছবিতে ডবল রোলে কাজ করেছিলেন আর আঁখ মিচোলিতেও সালমানকে ডবল রোলেই অভিনয় করতে বলা হয়েছিলো। এই কারণেই ছবি থেকে সরে দাঁড়ান ভাইজান। এরপর ছবিটিকে আর সম্পূর্ণ করেননি নির্মাতারা।
৫) জলবা: সালমান খান, সঞ্জয় দত্ত এবং আরমান কোহলির মতো স্টারকাস্ট এই ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন। কিন্তু পরবর্তী কালে ছবিটির নির্মাণকাজ আর সম্পূর্ণ করা হয়নি। কিন্তু ঠিক কী কারণে ছবিটিকে বন্ধ করা হয়েছিলো তার আজও সকলের অজানা।