Koushik Dutta

উৎসবেও মাথায় হাত ফুল বিক্রেতাদের, ব্যবসা কমেছে প্রায় ৭৫ শতাংশ

দক্ষিণ ভারতের অন্যতম শ্রেষ্ঠ উৎসব ওনাম। প্রত্যেক বছর এই সময় রমরমিয়ে চলে ব্যবসা। কিন্তু এবার তার ব্যতিক্রম। ফুল নিয়ে ব্যবসায়ীরা উপস্থিত হলেও দেখা নেই ভক্তদের। ব্যবসা পড়েছে প্রায় ৭৫ শতাংশ। জানা যাচ্ছে অন্যান্যবার ফুল বিক্রি করে প্রত্যেকদিন আয় হত ১২ হাজার টাকা। সেখানে এবার দিন পিছু আয় ৩০০ টাকার মতো।