Papiya Paul

স্বাস্থ্য সাথী কার্ডে বকেয়া ৬৪ কোটি টাকা, আদালতের দ্বারস্থ বেসরকারি হাসপাতাল

এবার রাজ্য সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হতে হলো বেসরকারি হাসপাতালকে। উলুবেড়িয়া সঞ্জীবন হাসপাতাল কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছে রাজ্যের বিরুদ্ধে। স্বাস্থ্যসাথী স্কিমে ৬৪ কোটি টাকা বকেয়া রেখেছে রাজ্য, যার ফলে এই মামলা করতে বাধ্য হয়েছে বেসরকারি হাসপাতাল। স্বাস্থ্য সাথী প্রকল্পে করোনা আক্রান্তদের হাসপাতালে চিকিৎসা চলেছে, যার ফলে প্রায় ৬ হাজার মানুষের চিকিৎসা করেছে হাসপাতাল, কিন্তু বেশিরভাগ রোগীর ক্ষেত্রে টাকা পাওয়া যায়নি বলে অভিযোগ করা হয়েছে হাসপাতালের তরফ থেকে।এই মামলায় রাজ্য সরকারকে ২১ দিনের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেয় আদালত। কিন্তু ২১ দিন হয়ে গেলেও এখনও জমা পড়েনি সেই হলফনামা।

   

উল্লেখ্য, কিছুদিন আগেই স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছিল। সুস্থ মানুষকে অসুস্থ সাজিয়ে নার্সিংহোম থেকে স্বাস্থ্য সাথীর কার্ড থেকে তুলে নেওয়া হতো কয়েক হাজার টাকা, এমনটাই অভিযোগ উঠেছিল বাঁকুড়ার মন্দা এবং সোনামুখীর ৩ নার্সিংহোমের বিরুদ্ধে।

বিষয়টি প্রকাশ্যে আসায় সেই নার্সিংহোম গুলি বন্ধ করে দেয় প্রশাসন। অভিযুক্ত নার্সিংহোমকে জানিয়ে দেওয়া হয়, স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে ভর্তি নিতে পারবে না আর কোনো রোগীকে।

এই প্রসঙ্গে বাঁকুড়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শ্যামল সোরেন জানান, “অভিযোগ দায়ের হবার পরেই তদন্ত কমিটি গঠন করা হয়। রিপোর্ট হাতে চলে এসেছে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে”।
প্রশাসনিক পদক্ষেপের পর অভিযুক্ত নার্সিংহোম মা আনন্দময়ীর কর্মী সঞ্জু আদক দাবি বলেছেন, “আমাদের নার্সিংহোমে ১৫- ২০ দিন রুগী নেওয়া বন্ধ আছে। এই সমস্ত অভিযোগের কোনো ভিত্তি নেই”।