Arijit

পুরুষরা যা পারেনি সেটাই করে দেখালেন নেদারল্যান্ডের মহিলা ক্রিকেটার, টি-২০ ক্রিকেটে গড়লেন বিশ্বরেকর্ড

টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্ব রেকর্ড গড়লেন নেদারল্যান্ডের মহিলা ক্রিকেট দলের তারকা বোলার ফ্রেডেরিক ওভারডাইক। চার ওভার বল করে দুটি মেডেন ওভার সহ মাত্র 3 রান দিয়ে 7 টি উইকেট তুলে নিয়েছেন তিনি। আর এই অনন্য নজির গড়ে নেদারল্যান্ডের ডানহাতি তারকা বোলার শুধুমাত্র মহিলা ক্রিকেটেই নয় বরং মহিলা এবং পুরুষ উভয় ক্রিকেটের আন্তর্জাতিক মঞ্চেই টিটোয়েন্টি ক্রিকেটে রেকর্ড গড়লেন। ফ্রেডেরিক ওভারডাইক ছাড়া আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে 7 উইকেট নেওয়ার রেকর্ড আর কোন ক্রিকেটারের নেই। স্বাভাবিকভাবেই সারা বিশ্বে আলোড়ন পড়ে গিয়েছে।

   

এইদিন মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ড এবং ফ্রান্স। আর এই ম্যাচে সাত উইকেট নিয়ে সারা বিশ্বের কাছে এক অনন্য নজির স্থাপন করলেন নেদারল্যান্ডের তারকা বোলার ফ্রেডেরিক ওভারডাইক।

এই ম্যাচে প্রথমে ব্যাট করে 17.3 ওভারে 33 রান করে অলআউট হয়ে যায় ফ্রান্স। আর ফ্রান্সের এই ব্যাটিং ভরাডুবির কারণ ফ্রেডেরিক ওভারডাইকের 7 উইকেট। জবাবে ব্যাট করতে নেমে মাত্র 1 উইকেট হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় নেদারল্যান্ড। স্বাভাবিক ভাবেই ম্যাচের সেরা হয়েছেন নেদারল্যান্ডের ফ্রেডেরিক ওভারডাইক।