বলিউড,বিনোদন,প্রেম প্রস্তাব,ভিকি কৌশল,ক্যাটরিনা কাইফ,শাহরুখ খান,গৌরী খান,ঐশ্বর্য রাই বচ্চন,অভিষেক বচ্চন,Bollywood,Entertainment,Vicky Kaushal,Katrina Kaif,Shahrukh Khan,Gauri Khan

ভিকি থেকে শাহরুখ, এক্কেবারে অভিনব পদ্ধতিতে প্রেম প্রস্তাব দিয়ে সঙ্গীকেই চমকে দিয়েছিলেন এই ৫ বলি তারকা

নিজের স্বপ্নের রাজকুমারের থেকে অন্যন্যভাবে প্রেম প্রস্তাব পেতে কার না ইচ্ছে হয়! এটি প্রায় প্রতিটি মেয়েরই স্বপ্ন বলা চলে। তবে এই স্বপ্ন যে শুধু দেশের সাধারণ মেয়েরাই দেখে তা কিন্তু একেবারেই নয়, এই ফ্যান্টাসী থেকে ব্যতিক্রম নয় বলি ডিভারাও। আপনি যদি ভেবে থাকেন যে, তাদের এই রোলার কোস্টারময় জীবনে প্রেম ভালোবাসা অতি তুচ্ছ ব্যাপার তাহলে খুবই ভুল করবেন। বি টাউনে এমন অনেক তারকাই রয়েছেন যারা একেবারে অভিনব পদ্ধতিতে প্রেম নিবেদন করে চমকে দিয়েছেন তাদের সঙ্গীকে।

1) ঐশ্বর্য রাই বচ্চন-অভিষেক বচ্চন: বি টাউনের অন্যতম খানদানি দম্পত্তি ঐশ্বর্য-অভিষেক। ‘কুছ না কাহো’ ছবির সেট থেকে তাদের বন্ধুত্ব শুরু। এর পর, নিউইয়র্কে ‘গুরু’ ছবির সেটে প্রিমিয়ার চলাকালীন একটি হোটেলে ঐশ্বরিয়াকে হাঁটু মুড়ে প্রেম প্রস্তাব দেন অভিষেক। তবে মজার বিষয় হল যে, সেইসময় জুনিয়র বচ্চন তার প্রেমিকাকে যে আংটি দিয়ে প্রপোজ করেছিলেন সেটি সোনা বা হীরা নয় বরং একটি নকল আংটি ছিল।
বলিউড,বিনোদন,প্রেম প্রস্তাব,ভিকি কৌশল,ক্যাটরিনা কাইফ,শাহরুখ খান,গৌরী খান,ঐশ্বর্য রাই বচ্চন,অভিষেক বচ্চন,Bollywood,Entertainment,Vicky Kaushal,Katrina Kaif,Shahrukh Khan,Gauri Khan

2) ভিকি কৌশল- ক্যাটরিনা কাইফ: সদ্যই বিয়ে সেরেছেন ক্যাট-ভিকি। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, বেশ অভিনব উপায়ে ক্যাটরিনাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলো ভিকি। ক্যাটরিনার জন্য ‘উইল ইউ মেরি মি’ লেখা একটি আংটি দিয়ে একটি বিশেষ নোট পাঠিয়েছিলেন ভিকি। এর সাথে তিনি ক্যাটরিনার প্রিয় ডার্ক চকোলেট ব্রাউনি প্যাক করে পাঠিয়েছিলেন অত্যন্ত বিলাসবহুল উপায়ে।
বলিউড,বিনোদন,প্রেম প্রস্তাব,ভিকি কৌশল,ক্যাটরিনা কাইফ,শাহরুখ খান,গৌরী খান,ঐশ্বর্য রাই বচ্চন,অভিষেক বচ্চন,Bollywood,Entertainment,Vicky Kaushal,Katrina Kaif,Shahrukh Khan,Gauri Khan

3) অক্ষয় কুমার- টুইঙ্কল: অক্ষয়-টুইঙ্কলের প্রেম কাহিনী সত্যিই ইউনিক। কফি উইথ করণ শো চলাকালীন অক্ষয় জানান যে, “আমি যখন টুইঙ্কলকে প্রস্তাব দিয়েছিলাম, তখন সে আমাকে কোনও উত্তর দেয়নি। কিন্তু সে জানত যে তার ছবি মেলা ততদিনে মুক্তি পাবে, যেটা সুপারহিট হবে, তখন টুইঙ্কল মজা করে আমার সামনে একটা শর্ত রাখল যে তার ছবি ফ্লপ হলে সে বিয়ে করবে।” অক্ষয়ের সৌভাগ্য বলা চলে যে মেলা ছবিটি ফ্লপ হয়ে যায়।
বলিউড,বিনোদন,প্রেম প্রস্তাব,ভিকি কৌশল,ক্যাটরিনা কাইফ,শাহরুখ খান,গৌরী খান,ঐশ্বর্য রাই বচ্চন,অভিষেক বচ্চন,Bollywood,Entertainment,Vicky Kaushal,Katrina Kaif,Shahrukh Khan,Gauri Khan

4) শাহরুখ খান-গৌরী খান: কিং খানের এই প্রেম কাহিনী এতোটাই মজাদার যে চাইলে এটার উপরই একটা ছবি বানানো যায়। স্কুল জীবন থেকেই শাহরুখ গৌরীকে পছন্দ করতো, এটা বুঝতে পারার পর গৌরী শাহরুখের সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে মুম্বই চলে আসে। এরপর শাহরুখ কোনোভাবে জানতে পারেন যে গৌরী মুম্বাইয়ে আছেন এবং তিনিও পৌঁছে যান মুম্বই। সমস্ত যোগাযোগ কাজে লাগিয়ে অনেক খোঁজাখুঁজির পর তিনি এক সমূদ্রতটে গৌরীর দেখা পান। একে অপরকে দেখে দুজনেই এতোটাই আবেগপ্রবণ হয়ে পড়েন যে শাহরুখ সেদিনিই বিয়ের প্রস্তাব দেন গৌরীকে।
বলিউড,বিনোদন,প্রেম প্রস্তাব,ভিকি কৌশল,ক্যাটরিনা কাইফ,শাহরুখ খান,গৌরী খান,ঐশ্বর্য রাই বচ্চন,অভিষেক বচ্চন,Bollywood,Entertainment,Vicky Kaushal,Katrina Kaif,Shahrukh Khan,Gauri Khan

5) সাইফ আলী খান-কারিনা কাপুর খান: পতৌদির নবাবপুত্র সইফ আলি খানের দিওয়ানা খুব কম নয়। স্ত্রী করিনা কাপুরের সাথেও বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। টাশন ছবির সময় থেকেই গাঢ় হয় দুজনের কেমিস্ট্রি। শোনা যায় প্রথমে বেশ কয়েকবার সইফের প্রেম প্রস্তাব প্রত্যাখান করেন করিনা। কিন্তু সইফও নাছোড়বান্দা। প্রথম দুইবার ফিরিয়ে দিলেও অবশেষে তৃতীয়বার আর ফেরাতে পারেননি করিনা।

Avatar

Moumita

X