নিউজশর্ট ডেস্কঃ প্রতিবছরই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করা ছাত্র ছাত্রীরা নানা স্কলারশিপের (Scholarship) সুবিধা পেয়ে থাকেন। এই স্কলারশিপের টাকায় তারা উচ্চ শিক্ষার দিকে এক ধাপে এগিয়ে যেতে সক্ষম হন। এবার সেই স্ক্লারশিপের তালিকায় যুক্ত হল আর এক স্ক্লারশিপ। এর মাধ্যমে মিলবে কয়েক লাখ টাকা।
এটি হল জি পি বিড়লা স্কলারশিপ (GP Birla Scholarship)। ইতিমধ্যেই শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ যেকোন ছেলে মেয়ে এখানে আবেদন করতে পারে। যদি আবেদন মঞ্জুর হয় তবে নগদ 50 হাজার টাকা পর্যন্ত বৃত্তি প্রদান করা হবে তাদের পড়াশোনার সাহায্যের জন্য। কিভাবে আবেদন করবেন? তা তুলে ধরব এই প্রতিবেদনে।
GP Birla Scholarship 2024
জিপি বিড়লা এডুকেশন ফাউন্ডেশন (G.P Birla Education Foundation) পশ্চিমবঙ্গের মেধাবী ও আর্থিকভাবে দুর্বল শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে জিপি বিড়লা স্কলারশিপ 2024-25 চালু করেছে। এই বৃত্তিটি 12 শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য যারা 2024-25 শিক্ষাবর্ষে স্নাতক ডিগ্রি কোর্সে ভর্তি হতে চান।
আবেদনকারীর যোগ্যতা
- পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
- 2024 সালে দ্বাদশ শ্রেণীতে WBCHSE থেকে 85% নম্বর অথবা ISC/CBSE বোর্ড থেকে 90% নম্বর অর্জন করে উত্তীর্ণ হতে হবে।
- পারিবারিক বার্ষিক আয় 3 লক্ষ টাকার কম হতে হবে।
- অতিরিক্ত মেধাবী শিক্ষার্থীদের জন্য আয়ের সীমা বিবেচনার ভিত্তিতে শিথিল করা যেতে পারে।
আরও পড়ুনঃ ছাত্রছাত্রীদের জন্য দারুন সুখবর! স্মার্টফোন কিনতে ১০,০০০ টাকা দেবে সরকার, দেখুন আবেদন পদ্ধতি
বৃত্তির সুবিধা
- নির্বাচিত পঞ্জিকাভুক্ত শিক্ষার্থীদের প্রতি বছর ₹50,000/- দেওয়া হবে। এই টাকা তাদের টিউশন ফি হোস্টেলের খরচ এবং অন্যান্য প্রয়োজনে সহায়তা করবে।
- বই কেনার জন্য এককালীন ₹7,000/- দেওয়া হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস
- আবেদনকারীর রঙিন পাসপোর্ট ছবি
- পারিবারিক আয়ের শংসাপত্র (ফর্ম 16 এর অনুলিপি/ বেতন স্লিপ/আয়কর রিটার্ন)
- দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হওয়ার সার্টিফিকেট এবং মার্কশিট
- নতুন ক্লাসে ভর্তির রশিদ
- বৈধ মোবাইল নম্বর
আবেদন প্রক্রিয়া
এই স্কলারশিপে আবেদন প্রক্রিয়া, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। অনলাইন ও অফলাইন মারফত আবেদন জমা করা যাবে আগামী 15 আগস্ট 2024 তারিখ পর্যন্ত। অনলাইন আবেদন পদ্ধতি হলঃ-
- জিপি বিড়লা এডুকেশন ফাউন্ডেশনের ওয়েবসাইট পরিদর্শন করুন।
- অ্যাপ্লিকেশন’ ট্যাবে ক্লিক করুন এবং ‘আবেদন করতে এখানে ক্লিক করুন’ লেখা বোতামে চাপুন।
- নির্দেশ অনুযায়ী আবেদনপত্র পূরণ করুন এবং প্রয়োজনীয় নথি আপলোড করুন।
- জমা’ বোতামে ক্লিক করে আবেদনপত্র জমা দিন।
অফলাইনে আবেদনের পদ্ধতিঃ
- ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করুন অথবা অফিস থেকে সংগ্রহ করুন।
- ফর্ম পূরণ করুন এবং প্রয়োজনীয় নথি সহ নিম্নলিখিত ঠিকানায় পাঠান:
জিপি বিড়লা এডুকেশনাল ফাউন্ডেশন,
78, সৈয়দ আমির আলি অ্যাভিনিউ,
কলকাতা – 700019