you can travel this offbeat destination in puri here is all details

Papiya Paul

শুধু পুরী নয়, এবার পুরী গেলে ঘুরে আসুন এই অজানা নিরিবিলি জায়গা থেকে, সত্যি মিলবে স্বর্গসুখ

নিউজশর্ট ডেস্কঃ বাঙালির কাছে অন্যতম প্রিয় ভ্রমণস্থল পুরী(Puri)। জীবনে একবারও অন্তত জগন্নাথ দেবের শরণাপন্ন হয়েছেন বহু বাঙালি। পুরীর অলিগলি সবই চেনা। কেউ কেউ তো আবার পুরীকে নিজেদের দ্বিতীয় বাড়ি ভেবে নিয়েছে। বছরে এক থেকে দুবার এই জায়গায় ঘুরতে যেতেই হবে। যদিও আপনারা হয়তো অনেকে জানেন না পুরীতে আরেকটি অসাধারণ সুন্দর জায়গা আছে যা আপনার প্রাণ ভরিয়ে দিতে পারবে।

   

পুরী থেকে মাত্র ৭ কিলোমিটার দূরেই আছে এই জায়গাটি। বেশিরভাগ বাঙালির কাছেই পুরী মানেই জগন্নাথ দেবের মন্দির, সূর্য মন্দির, নন্দনকানন কিংবা চিলকার হ্রদ। তাদের জন্য আজকের এই প্রতিবেদনে এই অজানা সুন্দর জায়গার কথা আলোচনা করা হলো। এই পুরীতেই রয়েছে আরও একটি পুরী। যেখানে মানুষজনের নেই ভিড়, নিরিবিলি এলাকায় মন আনন্দে ভরে যাবে। এখানে থাকার জন্য হোটেল এবং কটেজ রয়েছে।

পুরীতে এসে আর মাত্র ৭ কিলোমিটার দূরে নুয়ানাই নেচার ক্যাম্প(Nuanai Nature Camp) থেকে ঘুরে আসুন। জঙ্গলের পাড়ে বিশাল সমুদ্রের জলরাশি দেখে মন খুশিতে ভরে যাবে। এইখানেই রয়েছে বালুখন্ড কোনারক ওয়াইল্ড লাইফ স্যানচুয়ারি(Balukhand Konark Wildlife Sanctuary)। এখানে গেলে আপনি কালো হরিণ, কাঠবিড়ালি, জংলি বিড়াল, হায়না, বানর, বিভিন্ন ধরনের পাখি এবং সরীসৃপ দেখতে পাবেন। এখানে অলিভ রিডলি সামুদ্রিক কচ্ছপ ও দেখা যায়।

এই জায়গাটি নুয়ানাই নদী এবং বঙ্গোপসাগরের মোহনায় অবস্থিত। তাই নদী এবং সমুদ্র এখানে মিলেমিশে একাকার। বালুখণ্ড সমুদ্র সৈকতও রয়েছে এখানে। আপনি পুরী স্টেশন থেকেই বালুখন্ড-কোনার্ক অভয়ারণ্যের এই নুয়ানাই নেচার ক্যাম্প যেতে গাড়ি পেয়ে যাবেন। এখানের অসাধারণ সৌন্দর্য লেখনীতে ব্যক্ত করা সত্যি মুশকিল। তাই সময় ও সুযোগ থাকলে এখানে ঘুরে আসুন।