Arijit

ভারত-অস্ট্রেলিয়া যা পারেনি সেটাই করে দেখালো ঘানার ক্রিকেটার, ভেঙে গুঁড়িয়ে দিল ৭৩ বছরের রেকর্ড

ক্রিকেট খেলা সাধারণত এশিয়ার দেশগুলিকে কেন্দ্র করেই। এশিয়ার বাইরেও বর্তমানে ক্রিকেট ধীরে ধীরে ব্যাপক জনপ্রিয়তা লাভ করছে। তবে আফ্রিকার দেশগুলিতে মূলত ফুটবলের জনপ্রিয়তায় বেশি। ধীরে ধীরে ক্রিকেট যে সারা বিশ্বজুড়ে জনপ্রিয়তা লাভ করছে সেটা বলাই বাহুল্য। কারণ ক্রিকেটের 73 বছরের অক্ষত রেকর্ড ভেঙ্গে দিলেন আফ্রিকা মহাদেশের অন্তর্গত ছোট্ট দেশ ঘানার এক ক্রিকেটার। ঘানা মূলত ফুটবল পাগল দেশ। ফুটবল বিশ্বকাপে বেশ কয়েকবার অংশগ্রহণ করেছে ঘানা। তবে এই মুহূর্তে ঘানাতেও দ্রুতগতিতে জনপ্রিয়তা পাচ্ছে ক্রিকেট।

   

এই মুহূর্তে টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয়েছে আফ্রিকার দুই দেশ ঘানা এবং রাওয়ান্ডা। আর এই ম্যাচেই এক অনন্য নজির করে ফেললেন ঘানার ক্রিকেটার অমলুক সেহম্বি। ক্রিকেটের ইতিহাসে সবথেকে বয়স্ক তম ক্রিকেটার হিসেবে উইকেট নিলেন তিনি।

এই টি-টোয়েন্টি ম্যাচে রাওয়ান্ডার কাছে লজ্জার হার হারে ঘানা। তবে ঘানা হারলেও বল হাতে রেকর্ড গড়লেন ঘানার বোলার অমলুক সেহম্বি। এই দিন বল হাতে দুটি উইকেট তুলে নিয়েছেন অমলুক সেহম্বি। সেই সঙ্গে তিনি গড়ে ফেললেন এক বিশ্বরেকর্ড। এতদিন পর্যন্ত সবচেয়ে বয়স্কতম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে উইকেট নিয়েছিলেন ইংল্যান্ডের গুবি অ্যালেন। এবার 46 বছর 56 দিন বয়সে এসে উইকেট নিয়ে রেকর্ড গড়লেন ঘানার অমলুক সেহম্বি।