Government Of Bengal

Papiya Paul

Government Of Bengal: লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী সব অতীত, এবার যোগ্যশ্রী প্রকল্প চালু করলেন মুখ্যমন্ত্রী

নিউজশর্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গ সরকার(Government Of Bengal) রাজ্যের সাধারণ নাগরিক থেকে শুরু করে রাজ্যের পড়ুয়াদের সুবিধার্থে একটার পর একটা নতুন প্রকল্পের সূচনা করেছে। বলাই বাহুল্য, এই সকল প্রকল্পতে বিশেষ সুবিধা লাভ করেছে রাজ্যবাসী। এই সকল প্রকল্পগুলোর মধ্যে স্বাস্থ্য সাথী, লক্ষীর ভান্ডার, কন্যাশ্রী প্রকল্প, স্টুডেন্ট কার্ড ইত্যাদি বেশ জনপ্রিয়তা লাভ করেছে।

   

এর মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার থেকে চালু করে দিয়েছেন যোগ্যশ্রী প্রকল্প(Yogyashree Prakalpa)। সোমবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে যে নতুন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে সেটি রাজ্য সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগের দ্বারা পরিচালিত হবে।

এই প্রকল্পের আওতায় রাজ্যের অনগ্রসর শ্রেণী বিশেষ করে তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর পড়ুয়ারা যারা অর্থের অভাবে চাকরির জন্য ট্রেনিং নিতে পারছেন না তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। রাজ্য সরকারের তরফ থেকে সম্পূর্ণ বিনামূল্যে JEE, NEET, WBJEE সহ বিভিন্ন ধরনের সরকারি চাকরির জন্য প্রশিক্ষণ দেওয়া হবে।

আরও পড়ুন: West Bengal Government: নতুন বছরে বিরাট ধামাকা! পড়ুয়াদের জন্য চালু বিশেষ ব্যবস্থা, মিলবে একাধিক সুবিধা

এই নতুন প্রকল্পের মধ্যে দিয়ে রাজ্যের প্রায় ৫০ টি প্রশিক্ষণ কেন্দ্র থেকে ২০২৪ সালে ২৩০০ জন তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর পড়ুয়াদের প্রশিক্ষণ দেওয়ার চিন্তাভাবনা করা হয়েছে। যদিও এর আগে রাজ্য সরকারের এরকম প্রশিক্ষণ ছিল যেখানে সময় ছিল ১৯৬ ঘন্টা। এবার নতুন এই প্রকল্পের মধ্যে সেই সময় বাড়িয়ে ৩২০ ঘন্টা করা হয়েছে।

Darjeeling

চলুন তাহলে দেখে নেওয়া যাক এই নতুন যোগ্যশ্রী প্রকল্প প্রশিক্ষণের জন্য কিভাবে আবেদন করতে হবে? যোগ্যশ্রী প্রকল্পের প্রশিক্ষণের জন্য অনলাইনে আবেদন করতে হবে। https://www.wbbcdev.gov.in/ এই ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে হবে পড়ুয়াদের। সূত্রের খবর অনুযায়ী, এই ওয়েবসাইটে আবেদন করার পর তাদের নিকটবর্তী বিভিন্ন সেন্টারে প্রশিক্ষণ দেওয়া হবে। রেল, ব্যাংক, পোস্ট অফিস, সামরিক ও আধা সামরিক, পুলিশ এবং অন্যান্য সরকারি চাকরির ক্ষেত্রে গ্রুপ বি, সি ও ডি পদের জন্য প্রাক প্রশিক্ষণ দেওয়া হবে এই প্রকল্পে।