Students Week

anita

West Bengal Government: নতুন বছরে বিরাট ধামাকা! পড়ুয়াদের জন্য চালু বিশেষ ব্যবস্থা, মিলবে একাধিক সুবিধা

নিউজ শর্ট ডেস্ক: ছাত্ররাই হলেন আমাদের দেশের ভবিষ্যৎ। তাই ছাত্র-ছাত্রীদের পড়াশোনার সুবিধার্থে ইতিমধ্যেই একাধিক সরকারি প্রকল্প চালু করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার রাজ্যের পড়ুয়াদের জন্য এমনই এক বিশেষ উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী। নতুন বছরের শুরুতেই অর্থাৎ আগামী ২ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত রাজ্যের বিভিন্ন স্কুল,কলেজ এবং বিশ্ববিদ্যালয় গুলিতে পালিত হবে স্টুডেন্ট সপ্তাহ (Student Week)। মুখ্যমন্ত্রীর নির্দেশে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ছাত্র-ছাত্রীদের স্কুল-কলেজ মুখী করাই এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।

   

এছাড়া এই কর্মসূচির মধ্য দিয়ে ছাত্র ছাত্রীদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি করা এবং বিভিন্ন সরকারি স্কলারশিপ এবং প্রকল্পগুলিতে তাদের আবেদনের জন্য উদ্বুদ্ধ করা হবে। এছাড়া এই কর্মসূচির মাধ্যমে সরকারি প্রকল্পের প্রচার করে ছাত্র-ছাত্রীদের জানানো হবে তারা এই ধরনের প্রকল্প থেকে কি কি সুযোগ-সুবিধা পাবেন এবং এই প্রকল্পগুলির উদ্দেশ্যই বা কি? এছাড়া ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ সম্পর্কে স্বচ্ছ ধারণা তৈরি করার জন্য অভিভাবকদের সাথে শিক্ষক শিক্ষিকাদের মিলন উৎসবের ব্যবস্থা করা হবে। 

স্টুডেন্ট সপ্তাহের কর্মসূচির মধ্যে কি কি থাকছে?

শিক্ষা প্রকল্পের প্রচার: এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকারের স্টুডেন্ট ক্রেডিট কার্ড, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ, ঐক্যশ্রী, এবং মাধ্যমিক স্তরের স্কলারশিপের মতো বিভিন্ন শিক্ষা প্রকল্পের প্রচার করা হবে।

সাংস্কৃতিক অনুষ্ঠান: এই স্টুডেন্ট সপ্তাহে রাজ্যের সব স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে নাচ, গান, বিতর্ক, কুইজ, নাটক-সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

অভিভাবক-শিক্ষক-ছাত্র মিলনসভা: এই বিশেষ কর্মসূচিতে অভিভাবকদের স্কুলে আমন্ত্রণ জানানো হবে এবং তাদের সাথে ছাত্রদের লেখাপড়া, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে।

মমতা বন্দ্যোপাধ্যায়,Mamata Banerjee,স্টুডেন্ট সপ্তাহ,Student Week,পশ্চিমবঙ্গ সরকার,Westbengal Goverment,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

আরও পড়ুন: ফুলে ফেঁপে উঠবে লক্ষ্মী ভান্ডার, বাড়িতে ঢুকে টাকার বস্তা! জানতে চান কিভাবে?

কোন প্রকল্পে কি সুবিধা পাওয়া যায়?

এই কর্মসূচির মাধ্যমে পড়ুয়াদের স্টুডেন্ট ক্রেডিট কার্ড সম্পর্কে জানানো হবে। এই সরকারি প্রকল্পের মাধ্যমে পড়ুয়ারা উচ্চ শিক্ষার জন্য কম সুদে লোন নিতে পারে।

এই কর্মসূচিতেই পড়ুয়াদের স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপের সুবিধা সম্পর্কে জানানো হবে। এই স্কলারশিপটি মূলত স্কুল এবং কলেজের মেধাবীছাত্র-ছাত্রীদের জন্য দেওয়া হয়।

রাজ্যের পিছিয়ে পড়া সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের পড়াশোনার জন্য মুখ্যমন্ত্রীর তরফ থেকে এই ঐক্যশ্রী প্রকল্প চালু করা হয়েছে।

মাধ্যমিক স্তরে ভালো রেজাল্ট করলে পড়ুয়ারা ভবিষ্যতে কি কি সুবিধা পাবেন এবং তারা কিভাবে পড়াশোনার খরচের জন্য স্কলারশিপ পাবেন সেই সম্পর্কেও জানানো হবে এই স্টুডেন্ট সপ্তাহের কর্মসূচিতে।

মমতা বন্দ্যোপাধ্যায়,Mamata Banerjee,স্টুডেন্ট সপ্তাহ,Student Week,পশ্চিমবঙ্গ সরকার,Westbengal Goverment,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

অন্যান্য খুঁটিনাটি: 

জানা যাচ্ছে নতুন বছরেই অর্থাৎ আগামী ২ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন দুপুর ১১টা থেকে ১টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হবে। বিভিন্ন সরকারি প্রকল্পের প্রচার ছাড়াও ছাত্রছাত্রীদের মধ্যে বইখাতা বিতরণ করা হবে।

এই কর্মসূচিতে অভিভাবকদের স্কুলে আমন্ত্রণ জানানো হবে এবং তাদের সাথে ছাত্রদের লেখাপড়া, ভবিষ্যৎ পরিকল্পনার মতো বিষয় নিয়ে আলোচনা করা হবে।যার ফলে অভিভাবকদের সাথে স্কুলের শিক্ষকদের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরী হবে এবং তারা তাদের সন্তানদের শিক্ষা এবং কেরিয়ারের বিষয়ে আরও ভালোভাবে জানতে পারবেন।

আরও পড়ুন: একদম ফ্রিতে মিলবে একগুচ্ছ সুবিধা, SBI-তে এই ৩ টি অ্যাকাউন্ট খুললেই কেল্লাফতে!

এইভাবে বিভিন্ন শিক্ষা প্রকল্প সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করার ফলে পড়ুয়ারাও  তাদের ভবিষ্যৎ, শিক্ষা এবং কেরিয়ার নিয়ে আগে থেকেই পরিকল্পনা করতে পারবেন। এছাড়াও,বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি পড়ুয়াদের মধ্যে সৃজনশীলতা ও প্রতিভার বিকাশ ঘটাবে। তাই সব মিলিয়ে এই স্টুডেন্ট সপ্তাহ পড়ুয়াদের জন্য একটি উৎসাহ ও অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে বলেই মনে করা হচ্ছে।