Government of West Bengal Decides to Launch Ambulance Booking App for Public

অ্যাম্বুলেন্স নিয়ে ‘দাদাগিরি’র দিন শেষ! জলের দরে পরিষেবা দিতে বড় উদ্যোগ পশ্চিমবঙ্গ সরকারের

নিউজশর্ট ডেস্কঃ আচমকাই অসুস্থ হয়ে পড়লে সকলেই চিন্তা করেন হাসপাতালে যাওয়ার। এই সময় একটা অ্যাম্বুলেন্স (Ambulance) সবথেকে বেশি প্রয়োজন। বিশেষ করে ক্রিটিক্যাল কন্ডিশনে দ্রুত হাসপাতালে পৌঁছতে অ্যাম্বুলেন্স লাগেই। কিন্তু মাঝে মধ্যেই শোনা যায়, ফোন করলেও গাড়ি মেলে না। তাছাড়া অত্যাধিক ভাড়ার দাবি তো রয়েছেই। জনসাধারণকে এই ধরণের অসুবিধার সম্মুখীন যাতে আর না হতে হয় তার জন্য বড় উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ সরকার (Government Of West Bengal)

সোশ্যাল মিডিয়াতে এমন বেশ কিছু ভিডিও দেখা গিয়েছে যেখানে অ্যাম্বুলেন্স না পাওয়ায় রোগীকে কাঁধে বা ভ্যানে করে নিয়েই হাসপাতালে ছুটছে পরিবার পরিজনেরা। এর পিছনে হয় গাড়ি না পাওয়া নয়তো অত্যাধিক টাকার দাবি এই দুই কারণ থাকে। তবে মানুষের বিপদে যাতে কেউ লাগামছাড়া ভাড়া হাঁকাতে না পারে তার জন্য এবার দুর্দান্ত উদ্যোগ নিল রাজ্য সরকার।

সরকারি অ্যাম্বুলেন্স বুকিংয়ের জন্য যেমন ১০২ নাম্বার ডায়াল করলেই হয়, তেমনি প্রাইভেট অ্যাম্বুলেন্স ও পাওয়া যায়। বেসরকারি অ্যাম্বুলেন্স বুকিংয়ের জন্য এবার নতুন অ্যাপ (Ambulance Booking App) আনতে চলেছে সরকার। যাতে করে ভাড়ার উপর নজরদারি ও নিয়ন্ত্রণ রাখা সম্ভব হবে। ইতিমধ্যেই তথ্য প্রযুক্তি দফতর ও পুলিশকে একসাথে কাজের নির্দেশ দেওয়া হয়েছে এই মর্মে।

Mamata bannerjee announce to launch ambulance booking app

আরও পড়ুনঃ নতুন চার্জ জুড়তেই বাড়ছে বিদ্যুতের বিল! মাথায় হাত রাজ্যবাসী গরিব ও মধ্যবিত্তের

নতুন এই অ্যাপ চালু হলে রোগীর পরিবার খুব সহেজেই বিপদের সময় ন্যায্য দামে অ্যাম্বুলেন্স বুকিং করতে পারবেন বলে মনে করা হচ্ছে। সরকারের মতে, এবছর পুজোর আগেই এই অ্যাপ লঞ্চ করা হতে পারে। ইতিমধ্যেই কাজ বেশ কিছুটা এগিয়েছে, তাই দ্রুত সুবিধা পাওয়া যাবে আশা করা যায়।

প্রসঙ্গত, এর আগে অ্যাপ ক্যাবের অত্যাধিক ভাড়া ও আচমকাই ভাড়া বেড়ে যাওয়া নিয়ে প্রতিবাদ দেখা গিয়েছিল। সেই সমস্যার সমাধানে যাত্রী সাথী অ্যাপ এনেছে সরকার। যাতে বাকি অ্যাপক্যাবের তুলনায় অনেকটা সাশ্রয় হয়। এবার অ্যাম্বুলেন্সের মত অতন্ত্য জরুরি পরিষেবার ক্ষেত্রে একইভাবে কম ভাড়ায় পরিষেবা চালু হলে রাজ্যবাসী উপকৃত হবে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

Partha Sarathi Manna is a Science graduate from the University of Calcutta with an advanced multimedia degree from Ramakrishna Mission. He has over four years of journalism experience, specializing in entertainment, lifestyle, technology, and travel. In his free time, he enjoys watching movies and web series and exploring new places. Contact: [email protected].

X