Government

Government: ভুলে যান লক্ষ্মীর ভান্ডার, এবার মহিলাদের ১২০০০ টাকা করে দেবে কেন্দ্রীয় সরকার! কারা পাবেন?

নিউজশর্ট ডেস্ক: সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকারের(Central Government) তরফ থেকে নিত্য নতুন প্রকল্পের ঘোষণা করা হয়। তবে শুধু কেন্দ্রীয় সরকার নয়, রাজ্য সরকারের তরফেও সাধারণ মানুষের সুবিধার দিক বিচার করে বেশ কিছু প্রকল্প চালু করা হয়েছে। কেন্দ্র সরকারের এমনই একটি প্রকল্প হল পিএম কিষান যোজনা।

খরা হোক কিংবা বন্যা যেকোনো প্রাকৃতিক বিপর্যয়ের সময় বিরাট ক্ষতির সম্মুখীন হন দেশের দরিদ্র কৃষকেরা। অভাবের তাড়নায় দরিদ্র কৃষকদের আত্মঘাতী হওয়ার ঘটনা ও প্রায়শই শোনা যায়। আর দেশের কৃষকদের এই সমস্যা দূর করার জন্যই পিএম কিষান যোজনা চালু করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। এই প্রকল্পের মাধ্যমে দেশে কৃষকদের বছরে ৬ হাজার টাকা করে আর্থিক অনুদান দেয় কেন্দ্র সরকার। যদিও এই অর্থ একসঙ্গে পান না কৃষকেরা।

বছরে তিন ভাগে ২০০০ টাকা করে সরাসরি কৃষকদের ব্যাংক একাউন্টে এই অর্থ দেওয়া হয়। তবে এবার পিএম কিষানের অনুদানের অর্থ খুব সম্ভবত দ্বিগুণ হতে চলেছে বলে শোনা গিয়েছে। এখন এই প্রকল্পের মাধ্যমে দেশের ১১.৮কোটি কৃষক সরকারের কাছ থেকে এই আর্থিক অনুদান পেয়ে থাকেন।

আরও পড়ুন: মাত্র ১০৮ টাকার রিচার্জে চলবে টানা ৬০ দিন, BSNL-র প্ল্যানে চমকে গেল Jio, Airtel!

ইতিমধ্যে এই প্রকল্পের অধীনে ১৫ টি কিস্তির টাকা পেয়ে গেছেন। আর এরপরেই ষোলতম কিস্তির টাকা পাওয়ার জন্য আর তারা অপেক্ষায় রয়েছেন। তবে এবার শোনা যাচ্ছে কৃষকেরা বছরে ১২০০০ টাকা করে পাবেন।

যদিও সকল কৃষকদের জন্য এই সুবিধা চালু হচ্ছে না। কেবলমাত্র মহিলা কৃষকদেরকে বছরে ১২ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে। আগামী দিনে এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশিত হবে বলে জানা গিয়েছে।

Papiya Paul

X