Business Idea

Business Idea: পুঁজি লাগবে না, শুধু দরকার ক্রিয়েটিভিটি, এই ব্যবসার রোজগার দেখলে চমকে যাবেন

নিউজশর্ট ডেস্কঃ এই মুহূর্তে চাকরির বাজারে মন্দ থাকার জন্য বহু মানুষ ব্যবসা করে নিজের অর্থ উপার্জন করতে চাইছেন। আর সঠিক ব্যবসা(Business) শুরু করতে পারলে চাকরির থেকেও মোটা টাকা রোজগার করা সম্ভব হয়। সেক্ষেত্রে ব্যবসা শুরু করার আগে ভালোভাবে বিচার বিশ্লেষণ করে তবেই পা বাড়ানো উচিত।

আপনিও যদি ব্যবসা করার জন্য মনস্থির করে থাকেন। তাহলে আপনার জন্য রয়েছে আজকে আরেকটি বিজনেস আইডিয়া(Business Idea)। যেখানে আপনি বাড়িতে বসে মোটা টাকা রোজগার করতে পারবেন। এখনকার বাজারে হ্যান্ড পেইন্ট-এর কাজের চাহিদা রয়েছে প্রচুর। বর্তমানে এই কাজের চাহিদা যেমন বেড়েছে তেমনি বেড়েছে রোজগার।

আগে শুধুমাত্র শাড়িতে হ্যান্ড পেইন্ট ব্যবহার করা হতো। কিন্তু এখন শুধুমাত্র শাড়ি নয়, কুর্তি, সালোয়ার, টি-শার্ট, ব্যাগ সমস্ত কিছুতেই হ্যান্ড পেইন্টের ব্যবহার বেড়েছে। ঠিক যেমন উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের বাসিন্দা মৌসুমি দাঁ ২০১৭ সালে মাত্র ১১০ টাকা দিয়ে বিনিয়োগ শুরু করেন। সেই সময় তিনি হ্যান্ড পেইন্টিং ও এমব্রয়ডারি কাজ করা ব্যাগ তৈরি শুরু করেন। তিনি বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের ব্যাগ, রং তুলি দিয়ে সাজিয়ে তুলেছেন।

আরও পড়ুন: Business Idea: হাত খরচের টাকায় শুরু করুন এই ৪ ব্যবসা, লাভ দেখলে চমকে যাবেন

আর এই ব্যাগ মৌসুমী বিভিন্ন মেলায় বিক্রি করতেন। বর্তমানে ১০০ থেকে ৬০০ টাকা দরে এই ব্যাগ বিক্রি হয়। আর এই হ্যান্ড পেইন্টিং ব্যাগের মাধ্যমেই নিজেকে স্বনির্ভর করে তুলতে সক্ষম হয়েছেন মৌসুমী। এর পাশাপাশি একাধিক মহিলার কর্মসংস্থানের ও সুযোগ করে দিয়েছে মৌসুমী।

তিনি বলেন যে একাধিক চাকরি পরীক্ষা দেওয়ার পরেও চাকরি না মেলায় তিনি হতাশ হয়ে পড়েছিলেন। আর তাই রং তুলি দিয়ে আঁকিবুকি করে হ্যান্ড পেইন্টিং ব্যাগ তৈরি শুরু করেন। আর এই ব্যবসা করে এখন ঘরে বসে মোটা টাকা রোজগার করতে পারেন তিনি।

Papiya Paul

X