Arijit

ইডেনে ঐতিহাসিক হ্যাটট্রিক করে অস্ট্রেলিয়াকে চূর্ণ-বিচূর্ণ করেছিলেন হরভজন, দেখুন সেই ভিডিও

শুক্রবার বড়দিনের আগে সমস্ত ধরনের ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন ভারতের প্রাক্তন কিংবদন্তি অফ স্পিনার হরভজন সিং। টুইট করে নিজের অবসরের কথা জানিয়েছেন হরভজন সিং। হরভজন সিং ছিলেন ভারতীয় ক্রিকেটের এক অন্যতম সেরা স্পিনার। 1998 সালে সৌরভ গাঙ্গুলীর অধিনায়কত্বে ভারতীয় দলে অভিষেক ঘটে হরভজন সিংয়ের, তারপর আর তাকে পিছু ফিরে তাকাতে হয় নি।

   

দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে 700 উইকেট নেওয়ার নজির রয়েছে হরভজন সিং এর।  হরভজন সিংয়ের আগে এই কৃতিত্ব একমাত্র রয়েছে কিংবদন্তি অনিল কুম্বলের।

দুটি বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেটার হরভজন সিং 1998 সালে ক্রিকেট ক্যারিয়ার শুরু করলেও নিজের পারফরম্যান্স দিয়ে সারা বিশ্ববাসীকে মুগ্ধ করেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে 32 উইকেট নিয়ে এবং সেই টেস্ট সিরিজের তিনি এক ঐতিহাসিক হ্যাটট্রিক করেছিলেন, যা আজও ভারতীয় ক্রিকেট প্রেমীদের চোখের সামনে জ্বলজ্বল করে।

2001 সালে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ভারত সফর এসেছিল। সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া এবং ভারত। সেই ম্যাচে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের 72 তম ওভারে বল করতে আসেন সেই সময় ভারতের তরুণ স্পিনার হরভজন সিং। আর সেই ওভারে বল করতে এসে হরভজন এক দুর্দান্ত হ্যাটট্রিক করেন, যা আজও ক্রিকেটের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে। হরভজন সিং সেই ওভারে ফিরিয়ে দিয়েছিলেন রিকি পন্টিং, অ্যাডাম গিলক্রিস্ট, শেন ওয়ার্ন এর মতো কিংবদন্তি ক্রিকেটারকে।