Arijit

শুরু থেকে ধোনি অধিনায়ক থাকলেও প্লে-অফে যেত না CSK, বিস্ফোরক দাবি ভাজ্জির

এবার আইপিএল একেবারেই ভালো যায়নি চেন্নাই সুপার কিংসের। লীগ টেবিলে একেবারেই তলানিতে রয়েছে সিএসকে। অনেক আগেই প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। শেষের দিকে সিএসকের পারফরম্যান্স একটু উন্নত হলেও তা খুব একটা কাজে লাগেনি।

   

এবার আইপিএল শুরু হওয়ার কয়েক দিন আগে হটাৎই সিএসকের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ায় ধোনি। ধোনির পরিবর্তে সিএসকের অধিনায়ক করা হয় রবীন্দ্র জাদেজাকে। তবে জাদেজার অধিনায়কত্বে খুব খারাপ পারফরম্যান্স করে চেন্নাই। জাদেজাকে সরিয়ে ফের চেন্নাইয়ের অধিনায়ক করা হয় ধোনিকে।

ধোনির অধিনায়কত্বে বেশ কয়েকটি ম্যাচ জিতে যায় চেন্নাই। তারপর থেকে অনেক চেন্নাই ভক্ত দাবি করতে থাকে প্রথম থেকে ধোনি অধিনায়ক থাকলে হয়তো চেন্নাই প্লে অফে উঠতে পারতো। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন হরভজন সিং।
এক ক্রিকেটীয় আলোচনা সভায় হরভজন সিং বলেন, ‘ধোনি অধিনায়ক থাকলে সিএসকের অবশ্যই সুবিধা হত এবং ওরা হয়তো লিগ তালিকায় আরেকটু উপরের দিকেও থাকত। তবে তা সত্ত্বেও ওরা প্লে-অফে কোয়ালিফাই করত না, কারণ ওদের তেমন দলই নেই। ওদের বোলিং আক্রমণ বেশ দুর্বল। দীপক চাহার উইকেট নেওয়া একজন বোলার এবং ও আহত ছিল। এমনকী ব্যাটাররাও তো ভাল পারফর্ম করতে পারেননি।’