Arijit

মুম্বাইয়ের বিরুদ্ধে দুরন্ত হ্যাটট্রিক করে রোহিত ও যুবির রেকর্ড ভেঙে দিলেন হার্ষল প্যাটেল

রবিবার আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স। এই ম্যাচে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত কুড়ি ওভার শেষে 165 রান তোলে আরসিবি। জবাবে ব্যাট করতে নেমে 111 রানেই শেষ হয়ে যায় মুম্বাইয়ের ইনিংস।

   

একটা সময়ে রোহিত, ডি ককের ব্যাটে ভর করে দারুণ পজিশনে ছিল মুম্বাই। তবে সেই সময় হঠাৎই বল হাতে জ্বলে ওঠেন আরসিবির অখ্যাত বোলার হার্ষল প্যাটেল। এক ওভারে হার্দিক পান্ডিয়া, কায়রন পোলার্ড এবং রাহুল চাহারকে ফিরিয়ে দুরন্ত হ্যাটট্রিক করেন হার্ষল।

আর এইদিন হ্যাটট্রিক করার সঙ্গে সঙ্গে তৃতীয় ভারতীয় বোলার হিসেবে দেশের বাইরে আইপিএল-এ হ্যাটট্রিক করার নজির গড়লেন হার্ষল। ছুঁয়ে ফেললেন কিংবদন্তি যুবরাজ সিং এবং রোহিত শর্মার রেকর্ড।
এর আগে এই কৃতিত্ব অর্জন করেছিলেন ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা দুই ব্যাটসম্যান যুবরাজ সিং এবং রোহিত শর্মা। এবার সেই রেকর্ড গড়লেন হার্ষল প্যাটেল।