Bollywood,Entertainment,Natural Beauty,Aishwarya Rai Bachchan,Kareena Kapoor Khan,Madhuri Dikshit Nene,Shilpa Shetty Kundra,বলিউড,এন্টারটেইনমেন্ট,ন্যাচরাল সৌন্দর্য,ঐশ্বর্য রায় বচ্চন

মেকাপ ছাড়াই মোহময়ী বলিউড অভিনেত্রীরা, দেখে নিন এই ৯ লাস্যময়ী নায়িকার মেকাপ বিহীন চেহারা

সৌন্দর্যের কথা বললেই মাথায় আসে বলিউডের অভিনেত্রীদের নাম। অভিনয়ের সাথে সাথে নিজেদের গ্ল্যামারাস লুক দিয়েও মুগ্ধ করেছে দর্শকদের। মনে হয় সৌন্দর্যের নিরিখে স্বর্গের পরীরাও তাদের কাছে হার মানতে বাধ্য। তবে রূপোলী পর্দায় তাদের যেরকম দেখা যায় তারা কি আসলেই সেরকম দেখতে? একথা তো সকলেই জানেন তাদের নিখুঁত সৌন্দর্যের পেছনে মেকাপের অবদান অনস্বীকার্য। তবে এর মধ্যেও এমন কিছু লাস্যময়ী আছেন যারা মেকাপ ছাড়াও ঠিক ততটাই সুন্দরী। চলুন আজ এমনই ৯ বলি সুন্দরীর সাথে পরিচয় করা যাক যাদের মেকাপ ছাড়াই তাজা গোলাপের মতো উজ্জ্বল।

1) ঐশ্বরিয়া রাই বচ্চন:- তাঁর নামের মধ্যেই লুকিয়ে রয়েছে সম্ভ্রম। বয়স যেন বাড়তেই চায়না প্রাক্তন মিস ওয়ার্ল্ড ঐশ্বরিয়া রাই বচ্চনের। তাঁর ফ্যাশন, তাঁর স্টাইল বরাবরই নজর কাড়ে ভক্তদের। জানিয়ে রাখি ঐশ্বর্য পর্দার ওপারেও মেকাপ ছাড়া ততটাই আকর্ষণীয়া যতটা পর্দার এপারে। যদিও ২০১৮ সালে থেকে চলচ্চিত্র জগত থেকে একটু বিচ্ছিন্ন করেছেন নিজেকে তবে শীঘ্রই দক্ষিণী ছবি ‘পন্নিয়ান সেলভান’এ বিজয় সেতুপতির বিপরীতে দেখা যাবে।
Bollywood,Entertainment,Natural Beauty,Aishwarya Rai Bachchan,Kareena Kapoor Khan,Madhuri Dikshit Nene,Shilpa Shetty Kundra,বলিউড,এন্টারটেইনমেন্ট,ন্যাচরাল সৌন্দর্য,ঐশ্বর্য রায় বচ্চন

2) মাধুরী দীক্ষিত নেনে:- বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির ধাক ধক গার্ল মাধুরী দীক্ষিত নেনে, বাস্তব জীবনেও মেকআপ ছাড়াই নজরকাড়া সুন্দরী তিনি। বর্তমানে এই বলিউড ডিভা ‘ফেম নেম’ নামক একটি ওয়েব সিরিজ করেছেন, এছাড়াও একটি ডান্স রিয়েলিটি শোতে বিচারকের ভূমিকাও পালন করছেন।

3) জুহি চাওলা:- প্রাক্তন মিস ইন্ডিয়া জুহি চাওলাকে দেখলে কে বলবে যে ইনি জীবনের ৫০ টা বসন্ত পার করে গেছেন। বছর ৫০ এর এই সুন্দরী এখনও যে কোনও পুরুষের হৃদয় হরণ করার ক্ষমতা রাখেন। তবে সম্প্রতি মুখে বার্ধক্যের ছাপ এলেও পুরুষদের কাছে এখনও তিনি একই রকম আকর্ষণীয়া।

4) করিনা কাপুর খান:- খান বেগমের প্রচু্র মেকাপ হীন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে থাকে। উল্লেখ্য, এমন অনেক ছবিও আছে যেখানে তিনি মেকাপ ছাড়াই শুটিং করেছেন। এই ফিটনেস ফ্রিক বলি সুন্দরীর সৌন্দর্য মেকাপের অপেক্ষা করেনা।
Bollywood,Entertainment,Natural Beauty,Aishwarya Rai Bachchan,Kareena Kapoor Khan,Madhuri Dikshit Nene,Shilpa Shetty Kundra,বলিউড,এন্টারটেইনমেন্ট,ন্যাচরাল সৌন্দর্য,ঐশ্বর্য রায় বচ্চন

5) শিল্পা শেঠি কুন্দ্রা:- বলিউডের আরেক বোল্ড বিউটি শিল্পা শেঠি কুন্দ্রা। নিজের গ্ল্যামারাস অবতারের সৌজন্যে সর্বদাই খবরের শিরোনামে থাকেন তিনি। টিভি রিয়েলিটি শো ইন্ডিয়া’স গট ট্যালেন্টে’ এর অন্যতম এই বিচারককে মেকাপ ছাড়া ঠিক ততটাই সুন্দরী দেখায়।
Bollywood,Entertainment,Natural Beauty,Aishwarya Rai Bachchan,Kareena Kapoor Khan,Madhuri Dikshit Nene,Shilpa Shetty Kundra,বলিউড,এন্টারটেইনমেন্ট,ন্যাচরাল সৌন্দর্য,ঐশ্বর্য রায় বচ্চন

6) প্রিয়াঙ্কা চোপড়া জোনাস:- বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির “দেশী গার্ল” প্রিয়াঙ্কা চোপড়া জোনাসকে মেকাপ ছাড়া চেনা একটু কঠিন হলেও তিনিও যথেষ্ট সুন্দরী। সুন্দর ত্বকের অধিকারী প্রিয়াঙ্কা সম্প্রতি সারোগেসির মাধ্যমে মা হয়েছেন।
Bollywood,Entertainment,Natural Beauty,Aishwarya Rai Bachchan,Kareena Kapoor Khan,Madhuri Dikshit Nene,Shilpa Shetty Kundra,বলিউড,এন্টারটেইনমেন্ট,ন্যাচরাল সৌন্দর্য,ঐশ্বর্য রায় বচ্চন

7) আলিয়া ভাট:– যারা আলিয়াকে ইনস্ট্রাগ্রামে ফলো করেন তারা মাঝে মাঝেই তার মেকাপ ছাড়া ছবি দেখতে পান। বাস্তব জীবনে খুব বেশি মেকাপের আড়ম্বর পছন্দ করেননা আলিয়া। টোল পড়া হাসিতে মেকাপ ছাড়া আলিয়াকে যথেষ্ট সুন্দরী দেখায়।
Bollywood,Entertainment,Natural Beauty,Aishwarya Rai Bachchan,Kareena Kapoor Khan,Madhuri Dikshit Nene,Shilpa Shetty Kundra,বলিউড,এন্টারটেইনমেন্ট,ন্যাচরাল সৌন্দর্য,ঐশ্বর্য রায় বচ্চন

8) কাজল:- মায়া নগরীর রাস্তায় প্রায়ই মেকআপ ছাড়াই দেখা যায় কাজলকে। তবে বেশ কিছুদিন ধরেই চলচ্চিত্র থেকে দূরে রয়েছেন কাজল। সৌন্দর্যের কথা বললে মেকাপের প্রলেপ ছাড়াই একইরকম মোহময়ী অজয়পত্নী কাজল।
Bollywood,Entertainment,Natural Beauty,Aishwarya Rai Bachchan,Kareena Kapoor Khan,Madhuri Dikshit Nene,Shilpa Shetty Kundra,বলিউড,এন্টারটেইনমেন্ট,ন্যাচরাল সৌন্দর্য,ঐশ্বর্য রায় বচ্চন

9) দীপিকা পাড়ুকোন:- দীপিকা পাড়ুকোন বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম সুন্দরী এবং অত্যন্ত প্রতিভাবান অভিনেত্রী। বাস্তব জীবনে অত্যন্ত সাদামাটা থাকতে পছন্দ করেন তিনি। কোমল ত্বকের অধিকারী দীপিকাকে শুটিং ছাড়া খুব একটা মেকাপ করতে দেখা যায় না।
Bollywood,Entertainment,Natural Beauty,Aishwarya Rai Bachchan,Kareena Kapoor Khan,Madhuri Dikshit Nene,Shilpa Shetty Kundra,বলিউড,এন্টারটেইনমেন্ট,ন্যাচরাল সৌন্দর্য,ঐশ্বর্য রায় বচ্চন

Avatar

Moumita

X